ইউজিসি নেটে জুনিয়র রিসার্চ ফেলোশিপ পদে আবেদনের ক্ষেত্রে বাড়ল বয়সের সময়সীমা। জুনিয়র রিসার্চ ফেলোশিপের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চসীমা বেড়ে হয়েছে ৩১। তবে শুধু এবারের জন্যই এই নিয়ম প্রয়োজ্য হবে।
এমনিতে অন্যবার ৩০ বছর পর্যন্ত ইউজিসি নেটে জুনিয়র রিসার্চ ফেলোশিপ পদে আবেদন করা হয়। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে গত ডিসেম্বরে নেট পরীক্ষা না হওয়ায় বয়সের সর্বোচ্চসীমা বাড়িয়ে ৩১ করা হয়েছে। ইউজিসি নেটের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে মাসে পরীক্ষা শেষ হবে, সেই মাসের প্রথমদিনের (আগামী ১ মার্চ) ভিত্তিতে জুনিয়র রিসার্চ ফেলোশিপ পদের বয়স সর্বোচ্চ ৩১ হতে পারে। তবে সেই নিয়ম শুধুমাত্র এবারের পরীক্ষার জন্যই প্রয়োজ্য হবে বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।
চলতি বছর মে'র গোড়ার দিক থেকে শুরু হতে চলেছে ইউজিসি-নেট পরীক্ষা। আগামী ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১০, ১১, ১২, ১৪ এবং ১৭ মে ইউজিসি-নেট পরীক্ষা নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে স্বয়ংশাসিত সংস্থা এনটিএয়ের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুটি পত্রের পরীক্ষা হবে। প্রথম পত্রে ৫০ টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য দু'নম্বর বরাদ্দ থাকবে। সেই পরীক্ষা হবে সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত। দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হবে দুপুর ৩ টে থেকে। চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। তাতে ১০০ টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নে দু'নম্বর বরাদ্দ থাকবে। অর্থাৎ দ্বিতীয় পত্রের ২০০ নম্বর-সহ মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) মোডে পরীক্ষা নেবে এনটিএ।
একইসঙ্গে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছ, পরীক্ষার বসার আবেদন শুরু গিয়েছে আজ (মঙ্গলবার) থেকেই। আগ্রহী প্রার্থীরা ২ মার্চ পর্যন্ত ugcnet.nta.nic.in এবং nta.ac.in আবেদন করতে পারবেন। ৩ মার্চ পর্যন্ত ফি জমা দেওয়া যাবে।