UGC-NET পরীক্ষার 'ফাইনাল অ্যানসার কি' প্রকাশিত হল। যে চূড়ান্ত উত্তরপত্রের ভিত্তিতেই নির্ধারিত হবে যে UGC-NET পরীক্ষায় কত নম্বর পাবেন প্রার্থীরা। প্রার্থীরা UGC NET-র অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.ac.in থেকে UGC-NET পরীক্ষার 'ফাইনাল অ্যানসার কি' দেখতে পারবেন। আর নাহলে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র এই প্রতিবেদনেই ‘ফাইনাল অ্যানসার কি’-র পিডিএফ দেওয়া আছে। সেখান থেকেই মিলিয়ে দেখে নিতে পারবেন যে এবার UGC-NET পরীক্ষায় কত নম্বর পাবেন। তবে সরকারিভাবে প্রাপ্ত নম্বর জানার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। এখনও পর্যন্ত আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়নি যে কবে UGC-NET পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে। সাধারণত 'ফাইনাল অ্যানসার কি' প্রকাশের দিনকয়েকের মধ্যে UGC-NET পরীক্ষার ফলাফল ঘোষণা করে দেওয়া হয়।
কীভাবে UGC-NET-র ওয়েবসাইট থেকে 'ফাইনাল অ্যানসার কি' দেখবেন?
১) UGC NET-র অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.ac.in-তে যেতে হবে প্রার্থীদের।
২) হোমপেজের বাঁ-দিকে ‘Public Notices’ আছে। সেটার নীচেই আছে ‘UGC - NET June 2024 Final Answer Key’। তাতে ক্লিক করতে হবে। তাহলেই UGC-NET পরীক্ষার 'ফাইনাল অ্যানসার কি'-র পিডিএফ খুলে যাবে।
৩) প্রতিটি বিষয় এবং পরীক্ষার তারিখ ধরে ওই পিডিএফে 'ফাইনাল অ্যানসার কি' দেওয়া আছে। কোন প্রশ্নের উত্তর কী ছিল, সেটা বলে দেওয়া হয়েছে। ধরা যাক, গত ২৮ অগস্ট অর্থনীতির (ইকোনমিক্স) যে পরীক্ষা হয়েছে, তাতে একটা প্রশ্নের আইডি ছিল 5330725779। তো সেটার সঠিক অপশন হবে ১। সেভাবেই সব প্রশ্নের উত্তর দেওয়া আছে।
আরও পড়ুন: West Bengal Police Recruitment: হাজার হাজার নিয়োগ হবে পুলিশে, শীঘ্রই বিজ্ঞপ্তি, পুজোর আগেই খুশির খবর
UGC-NET-র 'ফাইনাল অ্যানসার কি'
UGC-NET পরীক্ষা ও ‘ফাইনাল অ্যানসার কি’
এনটিএয়ের তরফে জানানো হয়েছে যে 'ফাইনাল অ্যানসার কি'-র ভিত্তিতেই UGC-NET পরীক্ষার নম্বর দেওয়া হবে। অর্থাৎ ওই উত্তরপত্র মেনেই প্রার্থীরা নম্বর পাবেন। 'প্রভিশনাল অ্যানসার কি' প্রকাশের পরে যেমন চ্যালেঞ্জ করার সুযোগ ছিল, সেরকম হবে না এবার। উল্লেখ্য, এবার প্রাথমিকভাবে UGC-NET পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল। NEET-UG পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের যে অভিযোগ উঠেছিল এবং যে বিতর্ক হয়েছিল, তার জেরে পিছিয়ে দেওয়া হয়েছিল UGC-NET পরীক্ষা।
আরও পড়ুন: WBCS-এর সিলেবাস বদলে যাচ্ছে, মিল এবার UPSC-এর আদলে
তারপর ২১ অগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে UGC-NET পরীক্ষা হয়েছিল। দুটি শিফটে হয়েছিল পরীক্ষা। প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়েছিল সকাল ৯ টা ৩০ মিনিট থেকে। চলেছিল বেলা ১২ টা ৩০ মিনিট পর্যন্ত। আর দ্বিতীয় শিফটে দুপুর ৩ টে থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত পরীক্ষা হয়েছিল।