ইউজিসি-নেটের ১৭টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে গেল। আগামী বুধবার (১৫ জানুুয়ারি) সেই বিষয়গুলির পরীক্ষা ছিল। কিন্তু মকর সংক্রান্তি, পোঙ্গলের মতো উৎসবের কারণে সেদিনের পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে বলে আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়েছে। সেই বিষয়গুলির পরীক্ষা কবে হবে, সে বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি। তবে আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) যে যে বিষয়ের পরীক্ষা ছিল, তা নির্ধারিত সূচি মেনেই হবে। প্রাথমিক সূচি অনুযায়ী, সেদিনই ইউজিসি-নেট পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেটা হচ্ছে না।
পরীক্ষা স্থগিত করার আর্জি এসেছিল, দাবি এনটিএয়ের
সোমবার সন্ধ্যায় এনটিএয়ের ডিরেক্টর (পরীক্ষা) রাজেশ কুমার বলেছেন, 'পোঙ্গল, মকর সংক্রান্তির মতো উৎসবের কারণে ১৫ জানুয়ারি যে পরীক্ষা ছিল, সেটা পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছিল এনটিএকে। প্রার্থীদের স্বার্থে সেই পরীক্ষা পিছিয়ে দেওয়া হল। পরবর্তীতে পরীক্ষার নয়া তারিখ ঘোষণা করা হবে।' সেইসঙ্গে তিনি বলেছেন, '১৬ জানুয়ারি যে পরীক্ষা হওয়ার কথা আছে, তা পূর্বনির্ধারিত সূচি মেনেই হবে।'
শেষমুহূর্তে কেন ঘোষণা? উঠছে প্রশ্ন
যদিও প্রশ্ন উঠেছে যে যখন ইউজিসি-নেট (ন্যাশনাল এলিজিবিটি টেস্ট) পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল, তখন এনটিএ কি জানত না যে ১৫ জানুয়ারি উৎসবের সময় হবে? কোনওপক্ষের সঙ্গে কি সূচি নিয়ে আলোচনা করেনি? আর যদি সেই প্রশ্নগুলির উত্তর ‘হ্যাঁ’ হয়, তাহলে আরও সতর্কতা নেওয়া হয়নি কেন? পরীক্ষা শুরুর মেরেকেটে ৩৬ ঘণ্টা আগে কেন আচমকা বলা হল যে সেটা পিছিয়ে যাচ্ছে?
সেইসব প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি। গত বছরও অবশ্য একেবারে শেষমুহূর্তে ইউজিসি-নেট পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছিল এনটিএ। সেক্ষেত্রে অবশ্য কোনও একটি নির্দিষ্ট দিনের পরীক্ষা পিছিয়ে যায়নি, পুরো ইউজিসি-নেট সাময়িকভাবে বাতিল করে দেওয়া হয়েছিল। পরীক্ষার স্বচ্ছতার সঙ্গে আপস করা হয়েছে বলে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে তথ্য পাওয়ার পরই পরীক্ষা বাতিল করে দেওয়ার ঘোষণা করেছিল এনটিএ। পরে আবার পরীক্ষা হয়েছিল।
১৫ জানুয়ারি কোন কোন বিষয়ের পরীক্ষা ছিল?
১) সংস্কৃত।
২) জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন।
৩) জাপানিজ।
৪) পারফর্মিং আর্ট - নাচ বা নাটক বা থিয়েটার।
৫) ইলেকট্রনিক সায়েন্স।
৬) উইমেন স্টাডিজ।
৭) আইন।
৮) নেপালি।
৯) ইন্ডিয়ান নলেজ সিস্টেম।
১০) মালায়লম।
১১) উর্দু।
১২) লেবার ওয়েলফেয়ার বা পার্সোনাল ম্যানেজমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বা লেবার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট।
১৩) ক্রিমিনোলজি।
১৪) আদিবাসী এবং আঞ্চলিক ভাষা বা সাহিত্য।
১৫) লোকসাহিত্য।
১৬) কোঙ্কনি।
১৭) পরিবেশ বিজ্ঞান।