
UP Assistant Teacher Result 2020 declared, দেখুন ফলাফল জানার প্রক্রিয়া
১ মিনিটে পড়ুন . Updated: 12 May 2020, 03:15 PM IST- প্রকাশিত হল UP Assistant Teacher পরীক্ষার ফলাফল।
প্রকাশিত হল উত্তরপ্রদেশ সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার ফলাফল। Candidates can check the result at www.atrexam.upsdc.gov.in।
২০১৮ সালের ৬ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করেছিল উত্তরপ্রদেশ পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। তারপর ২০১৯ সালের ৬ জানুয়ারি রাজ্যের বিভিন্ন প্রান্তে পরীক্ষা হয়েছিল। ৬৯,০০০ শূন্যপদ পূরণের জন্য নিয়োগের প্রক্রিয়ায় ৪০৯,৫৩০ প্রার্থী পরীক্ষায় বসেছিলেন। প্রিলিমিনারি পরীক্ষায় ১৪ লাখ প্রার্থী পাশ করেছেন। উত্তীর্ণদের মধ্যে ৩৬,৩১৪ জন জেনারেল, ৮৪,৮৬৮ জন ওবিসি, ২৪,৩০৮ জন SC এবং ২৭ জন ST ক্যাটেগরির প্রার্থী।
নিয়োগ প্রক্রিয়ার প্রার্থীরা www.atrexam.upsdc.gov.in-তে গিয়ে পরীক্ষার ফলাফল দেখতে পাবেন। সেখানে গিয়ে UP assistant teacher result লিঙ্কে ক্লিক করুন। অ্যাডমিট কার্ডে দেওয়া তথ্য দিয়ে লগইন করুন। স্ক্রিনে আপনার রেজাল্ট দেখাবে। ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে প্রিন্ট আউট করে রেখে দিন।