বাংলা নিউজ > কর্মখালি > UPPSC jobs 2020: মোট ৬১০টি শূন্য পদে নিয়োগ, আবেদন ১ অক্টোবর পর্যন্ত

UPPSC jobs 2020: মোট ৬১০টি শূন্য পদে নিয়োগ, আবেদন ১ অক্টোবর পর্যন্ত

৬১০টি শূন্য পদের জন্য দরখাস্ত আহ্বান করছে উত্তর প্রদেশ পাবলিক সার্ভিস কমিশন (UPPSC), প্রয়াগ রাজ।

আগ্রহী প্রার্থীরা uppsc.up.nic.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

৬১০টি শূন্য পদের জন্য দরখাস্ত আহ্বান করছে উত্তর প্রদেশ পাবলিক সার্ভিস কমিশন (UPPSC), প্রয়াগ রাজ। ১ অক্টোবর পর্যন্ত আবেদন জানানো যাবে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৫ অক্টোবর, ২০২০। ইচ্ছুক প্রার্থীরা uppsc.up.nic.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

বিস্তারিত বিবরণ:

মোট শূন্য পদ: ৬১০

মেডিক্যাল অফিসার (Allopath) জেনারেল রিক্রুটমেন্ট – ২৫৬

ভেটেরিনারি মেডিক্যাল অফিসার – ২১৫

মেডিক্যাল অফিসার (Allopath) – ৩

এসিস্ট্যান্ট প্রফেসর, বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ – ৮৮

ভেটিং অফিসার – ১

ইঞ্জনিয়ারস – ৪

এসিস্ট্যান্ট প্রফেসর, বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ – ২৯

জয়েন্ট ডিরেক্টর – ১

ডেপুটি ডিরেক্টর – ১

এসিস্ট্যান্ট প্লানার- (জেনারেল রিক্রুটমেন্ট) – ৮

প্রিন্সিপাল (Allopathy) – ১

মাইন্স অফিসার – ৩

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে কোনও স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।

বয়স সীমা: ২১ বছর থেকে ৪০ বছর।

বেতন কাঠামো:

প্রতি মাসে সর্বোচ্চ ২.০৯ লক্ষ টাকা। বিভিন্ন পদের পে স্কেল এ তারতম্য রয়েছে। সর্বনিম্ন পে স্কেল১৬,০০০ টাকা।

নির্বাচন পদ্ধতি:

প্রিলিমিনারি ও মেন পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

বন্ধ করুন