বাংলা নিউজ > কর্মখালি > UPSC 2023 Preli Question Review: খুব কঠিন হল UPSC প্রিলিমের প্রশ্ন? পালটাল প্যাটার্ন? জানালেন প্রার্থী ও বিশেষজ্ঞ

UPSC 2023 Preli Question Review: খুব কঠিন হল UPSC প্রিলিমের প্রশ্ন? পালটাল প্যাটার্ন? জানালেন প্রার্থী ও বিশেষজ্ঞ

UPSC পরীক্ষা দিতে লাইন প্রার্থীদের। (ছবি সৌজন্যে পিটিআই)

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার পর অনেকের গলা থেকে হতাশা ঝরে পড়েছে। অনেকের মতে, এবার মরাত্মক কঠিন হয়েছে প্রশ্ন। আমূল পালটে গিয়েছে পরীক্ষার প্রশ্নপত্রের ধাঁচ। এবার সেই বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রার্থী এবং বিশেষজ্ঞ।

এটা কি প্রশ্ন হয়েছিল? এত কঠিন প্রশ্ন? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার পর অনেকের গলা থেকে হতাশা ঝরে পড়েছে। অনেকের মতে, এবার মরাত্মক কঠিন হয়েছে প্রশ্ন। আমূল পালটে গিয়েছে পরীক্ষার প্রশ্নপত্রের ধাঁচ। এবার সেই বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রার্থী। যিনি গতবার ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এবারও প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন। সেইসঙ্গে প্রশ্নপত্রের পর্যালোচনা করলেন এক বিশেষজ্ঞও।

পরীক্ষার্থীর মতামত

সৈকত কর্মকার জানিয়েছেন, এবার প্রশ্নপত্রের ধাঁচের একটি বড়সড় পরিবর্তন এসেছে। যে জায়গা থেকে প্রশ্ন আসে, সেটা পরিবর্তিত হয়েছে। অপশনের প্যাটার্নও পুরোপুরি পালটে গিয়েছে। এলিমিনেশনের আর কোনও সুযোগ নেই। আগে যে সব বিকল্প দেওয়া থাকত, সেটা ‘এলিমিনেট' করে চূড়ান্ত উত্তর বের করা যেত। এবার সেটার আমূল পরিবর্তন হয়েছে। পুরোটা জানতে হবে। তবেই সঠিক উত্তর দেওয়া যাবে। অর্থাৎ এবার প্রশ্ন যে কঠিন এসেছে, সেটা নিশ্চিতভাবে বলা যায়।

২০২২ সালেই মিলেছিল ইঙ্গিত

সৈকত জানিয়েছেন, এরকম যে কঠিন প্রশ্ন আসতে পারে, সেই ইঙ্গিত গত বছরেই মিলেছিল। তাঁর কথায়, ‘গতবার ১০০ টি প্রশ্নের মধ্যে সাত-আটটি এরকম প্রশ্ন করেছিল। যেখানে এলিমিনেশনের কোনও বিকল্প ছিল না। গতবারই প্রথম ওরকম ধাঁচে প্রশ্ন করা হয়েছিল। এবার সেই সংখ্যাটা অনেকটা বেশি। ৬০ শতাংশ প্রশ্নেই ওরকম অপশন ছিল। বাকি যে প্রশ্নগুলি ছিল, সেখানে এলিমিনেশনের কোনও বিষয় ছিল না। অর্থাৎ একেবারে সোজা ভাষায় বলতে গেলে কোনও প্রশ্নের উত্তর পুরোপুরি জানলে তবেই তাতে হাত ঠেকানো যাবে।’

আরও পড়ুন: ChatGPT fails in UPSC prelims: পাশ US-র পরীক্ষায়, অথচ UPSC প্রিলিমসে 'ফেল' করল ChatGPT! নেই কাট-অফের ধারেকাছেও 

জ্ঞানের পরীক্ষা নেবে UPSC প্রিলিমিনারি

তিনি জানিয়েছেন, এমন প্রশ্ন বেশি এসেছে, যা প্রার্থীদের জ্ঞানের পরীক্ষা নেবে। অর্থাৎ কোনও বিষয় ধরে সোজাসাপটা প্রশ্ন আসেনি। ওই বিষয়ের উপরই প্রশ্ন এসেছে। কিন্তু কিছুটা ঘুরিয়ে করা হয়েছে সেই প্রশ্ন। উদাহরণ হিসেবে ধরা যাক, কোনও সাধারণ মানুষ যদি ভারতীয় সেনার উর্দি পরে থাকেন, তাহলে কোন আইনের আওতায় পদক্ষেপ করা হবে, তা জানতে চাওয়া হয়েছে। সরাসরি সংশ্লিষ্ট আইনের বিষয়ে জানতে চাওয়া হয়নি।

মেনসের ধাঁচে প্রিলিমিনারিতে পরীক্ষা

সৈকত জানিয়েছেন, এবার প্রিলিমিনারি পরীক্ষায় যে এমন কিছু প্রশ্ন এসেছে, যা সাধারণত মেনসে এসে থাকে। ‘সাবজেক্টিভ’ প্রশ্ন এসেছে। অর্থাৎ প্রত্যেকের উত্তর একই নাও হতে পরে। সহজ ভাষায় বলতে গেলে ২+২-র উত্তর চার হয়। তাতে একটিই উত্তর হয়। হয় পুরো নম্বর মিলবে, নাহলে মিলবে না। কিন্তু এবার ‘সাবজেক্টিভ’ প্রশ্ন কিছুটা বেশি এসেছে বলে জানিয়েছেন সৈকত। যিনি কেন্দ্রীয় সরকারের চাকরি ছেড়ে ইউপিএসসি পরীক্ষা দিচ্ছেন। গতবার প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেনস দিয়েছিলেন।

বিশেষজ্ঞের মতামত

বাইজুসের প্রোডাক্টের (ইউপিসি) শিক্ষক ও ভাইস-প্রেসিডেন্ট সারমাদ মেহরাজ বলেন, ‘সার্বিকভাবে গত বছরের তুলনায় এবার জিএস১ পরীক্ষার প্রশ্নপত্র কঠিন এসেছে। তাই এবার কাট-অফ মার্কস কিছুটা কমে যাবে বলে মনে করা হচ্ছে। গত বছর কাট-অফ মার্কস ছিল ৮৮.২২। এবার কাট-অফ মার্কস ৮২ থেকে ৮৫-র স্তরে থাকতে পারে।’

আরও পড়ুন: UPSC Civil Services Topper Ishita: নিজে জাতীয় স্তরের ফুটবলার, বাবা IAF অফিসার- UPSC সিভিল সার্ভিসে প্রথম হলেন সেই ইশিতা

তিনি জানিয়েছেন, 'পলিটি'-র যে ১৫ টি প্রশ্ন এসেছিল, তা মাঝারি মানের হয়েছিল। কয়েকটি তথ্যনির্ভর প্রশ্ন এসেছিল, যেগুলি কঠিন বলে মনে হতে পারে। ইতিহাসের প্রশ্ন বরং গতবারের তুলনায় সোজা হয়েছে। মেরেকেটে দুটি প্রশ্ন কঠিন হয়েছিল। অর্থনীতির প্রশ্নগুলি এবার বেশ কঠিন এসেছিল। পরিবেশের প্রশ্নগুলি মাঝারি মান থেকে কঠিন পর্যায়ের ছিল। সার্বিকভাবে বিজ্ঞানের প্রশ্ন মাঝারি মানের এসেছিল। কয়েকটি প্রশ্ন একটু অপরিচিত জায়গা থেকে ছিল। ভূগোলের প্রশ্ন তেমন কঠিন ছিল না।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

কর্মখালি খবর

Latest News

গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী? হুগলির দইয়ের পর ঘুগনিতে মজলেন রচনা! উঠল 'মন থেকে' রাজনীতি করা নিয়ে কথা উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয় আগামিকাল কেমন কাটবে আপনার? কারা পাবেন ভালো খবর? কী বলছে ২৯ মার্চের রাশিফল রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে’, বেজিংকে ধারালো জবাব দিল্লির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.