এটা কি প্রশ্ন হয়েছিল? এত কঠিন প্রশ্ন? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার পর অনেকের গলা থেকে হতাশা ঝরে পড়েছে। অনেকের মতে, এবার মরাত্মক কঠিন হয়েছে প্রশ্ন। আমূল পালটে গিয়েছে পরীক্ষার প্রশ্নপত্রের ধাঁচ। এবার সেই বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রার্থী। যিনি গতবার ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এবারও প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন। সেইসঙ্গে প্রশ্নপত্রের পর্যালোচনা করলেন এক বিশেষজ্ঞও।
পরীক্ষার্থীর মতামত
সৈকত কর্মকার জানিয়েছেন, এবার প্রশ্নপত্রের ধাঁচের একটি বড়সড় পরিবর্তন এসেছে। যে জায়গা থেকে প্রশ্ন আসে, সেটা পরিবর্তিত হয়েছে। অপশনের প্যাটার্নও পুরোপুরি পালটে গিয়েছে। এলিমিনেশনের আর কোনও সুযোগ নেই। আগে যে সব বিকল্প দেওয়া থাকত, সেটা ‘এলিমিনেট' করে চূড়ান্ত উত্তর বের করা যেত। এবার সেটার আমূল পরিবর্তন হয়েছে। পুরোটা জানতে হবে। তবেই সঠিক উত্তর দেওয়া যাবে। অর্থাৎ এবার প্রশ্ন যে কঠিন এসেছে, সেটা নিশ্চিতভাবে বলা যায়।
২০২২ সালেই মিলেছিল ইঙ্গিত
সৈকত জানিয়েছেন, এরকম যে কঠিন প্রশ্ন আসতে পারে, সেই ইঙ্গিত গত বছরেই মিলেছিল। তাঁর কথায়, ‘গতবার ১০০ টি প্রশ্নের মধ্যে সাত-আটটি এরকম প্রশ্ন করেছিল। যেখানে এলিমিনেশনের কোনও বিকল্প ছিল না। গতবারই প্রথম ওরকম ধাঁচে প্রশ্ন করা হয়েছিল। এবার সেই সংখ্যাটা অনেকটা বেশি। ৬০ শতাংশ প্রশ্নেই ওরকম অপশন ছিল। বাকি যে প্রশ্নগুলি ছিল, সেখানে এলিমিনেশনের কোনও বিষয় ছিল না। অর্থাৎ একেবারে সোজা ভাষায় বলতে গেলে কোনও প্রশ্নের উত্তর পুরোপুরি জানলে তবেই তাতে হাত ঠেকানো যাবে।’
জ্ঞানের পরীক্ষা নেবে UPSC প্রিলিমিনারি
তিনি জানিয়েছেন, এমন প্রশ্ন বেশি এসেছে, যা প্রার্থীদের জ্ঞানের পরীক্ষা নেবে। অর্থাৎ কোনও বিষয় ধরে সোজাসাপটা প্রশ্ন আসেনি। ওই বিষয়ের উপরই প্রশ্ন এসেছে। কিন্তু কিছুটা ঘুরিয়ে করা হয়েছে সেই প্রশ্ন। উদাহরণ হিসেবে ধরা যাক, কোনও সাধারণ মানুষ যদি ভারতীয় সেনার উর্দি পরে থাকেন, তাহলে কোন আইনের আওতায় পদক্ষেপ করা হবে, তা জানতে চাওয়া হয়েছে। সরাসরি সংশ্লিষ্ট আইনের বিষয়ে জানতে চাওয়া হয়নি।
মেনসের ধাঁচে প্রিলিমিনারিতে পরীক্ষা
সৈকত জানিয়েছেন, এবার প্রিলিমিনারি পরীক্ষায় যে এমন কিছু প্রশ্ন এসেছে, যা সাধারণত মেনসে এসে থাকে। ‘সাবজেক্টিভ’ প্রশ্ন এসেছে। অর্থাৎ প্রত্যেকের উত্তর একই নাও হতে পরে। সহজ ভাষায় বলতে গেলে ২+২-র উত্তর চার হয়। তাতে একটিই উত্তর হয়। হয় পুরো নম্বর মিলবে, নাহলে মিলবে না। কিন্তু এবার ‘সাবজেক্টিভ’ প্রশ্ন কিছুটা বেশি এসেছে বলে জানিয়েছেন সৈকত। যিনি কেন্দ্রীয় সরকারের চাকরি ছেড়ে ইউপিএসসি পরীক্ষা দিচ্ছেন। গতবার প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেনস দিয়েছিলেন।
বিশেষজ্ঞের মতামত
বাইজুসের প্রোডাক্টের (ইউপিসি) শিক্ষক ও ভাইস-প্রেসিডেন্ট সারমাদ মেহরাজ বলেন, ‘সার্বিকভাবে গত বছরের তুলনায় এবার জিএস১ পরীক্ষার প্রশ্নপত্র কঠিন এসেছে। তাই এবার কাট-অফ মার্কস কিছুটা কমে যাবে বলে মনে করা হচ্ছে। গত বছর কাট-অফ মার্কস ছিল ৮৮.২২। এবার কাট-অফ মার্কস ৮২ থেকে ৮৫-র স্তরে থাকতে পারে।’
তিনি জানিয়েছেন, 'পলিটি'-র যে ১৫ টি প্রশ্ন এসেছিল, তা মাঝারি মানের হয়েছিল। কয়েকটি তথ্যনির্ভর প্রশ্ন এসেছিল, যেগুলি কঠিন বলে মনে হতে পারে। ইতিহাসের প্রশ্ন বরং গতবারের তুলনায় সোজা হয়েছে। মেরেকেটে দুটি প্রশ্ন কঠিন হয়েছিল। অর্থনীতির প্রশ্নগুলি এবার বেশ কঠিন এসেছিল। পরিবেশের প্রশ্নগুলি মাঝারি মান থেকে কঠিন পর্যায়ের ছিল। সার্বিকভাবে বিজ্ঞানের প্রশ্ন মাঝারি মানের এসেছিল। কয়েকটি প্রশ্ন একটু অপরিচিত জায়গা থেকে ছিল। ভূগোলের প্রশ্ন তেমন কঠিন ছিল না।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)