ইউপিএসসির ফলাফল প্রকাশিত হতেই মধ্যপ্রদেশের দেওয়াস আর আলিরাজপুরে দুই ভিন্ন পরিবারে শুরু হয়ে যায় উৎসব। একদিকে ছিল দেওয়াসের আয়েষা ফাতিমার পরিবার, অন্যদিকে আলিরাজপুরের আয়েষা মাকরানির পরিবার।
1/4ইউপিএসসি পরীক্ষার ফলাফল সদ্য প্রকাশিত হয়েছে। আর তা প্রকাশিত হতেই নাম বিতর্ক ঘিরে ব়্যাঙ্কিংয়ের দিক থেকে এক বড়সড় বিতর্ক তৈরি হয়েছে। ঘটনা মধ্যপ্রদেশের। যেখানে 'আয়েশা' নামে দুই পরীক্ষার্থীই দাবি করছেন যে তাঁদের দুজনেরই ব়্যাঙ্ক ১৮৪। আর এই বিভ্রাটের নেপথ্যে রয়েছে তাঁদের রোল নম্বর। দুই পরীক্ষার্থীর রোল নম্বরই দেখা যাচ্ছে এক!
2/4ইউপিএসসির ফলাফল প্রকাশিত হতেই মধ্যপ্রদেশের দেওয়াস আর আলিরাজপুরে দুই ভিন্ন পরিবারে শুরু হয়ে যায় উৎসব। একদিকে ছিল দেওয়াসের আয়েষা ফাতিমার পরিবার, অন্যদিকে আলিরাজপুরের আয়েষা মাকরানির পরিবার। দুই পরিবারেরই মেয়ে আয়েষা ইউপিএসসিতে ব়্যাঙ্ক পেয়েছেন বলে পরিবারের সকলে জানতে পারেন। বাড়ির মেয়ের ব়্যাঙ্ক ১৮৪। তবে উৎসবের আবহেই তাল কাটে, যখন গোটা বিভ্রাট সামনে আসে বুধবার। প্রতীকী ছবি
3/4৭৮১১৭৪৪ এই রোল নম্বরে আয়েশা ফাতিমা ও আয়েশা মাকরানি দুজনের নামই রয়েছে। দুই আয়েশার মধ্যে আয়েশা মাকরানির বয়স ২৩ , আর আয়েশা ফাতিমার বয়স ২৬। বিভ্রাট আরও বেড়েছে, এই নিরেখে যে, আয়েশা মাকরানিকে পারসোনালিটি টেস্টের জন্য ডাকা হয়েছিল ২৫ এপ্রিল , দিন লেখা ছিল বৃহস্পতিবার, আয়েশা ফাতিমাকেও ২৫ এপ্রিল ডাকা হয় তবে তাঁর কাছে যাওয়া নথিতে দিনটি ছিল মঙ্গলবার। ক্যালেন্ডারে ২৫ এপ্রিল ২০২৩ মঙ্গলবার ছিল।
4/4দেওয়াসের আয়েশার অ্যাডমিট কার্ডে রয়েছে কিউআর কোড, যেখানে আলিরাজপুরের আয়েশার অ্যাডমিট কার্ডে এক সাদামাটা কাগজে রয়েছে তবে নেই কিউআর কোড। এই পরিস্থিতিতে কোন আয়েশার কপালে আসল ইউপিএসসির ব়্যাঙ্ক রয়েছে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। এদিকে, বিশেষজ্ঞরা বলছেন, ইউপিএসসিতে এমন একই রোলনম্বর হওয়া সম্ভবই নয়। সেক্ষেত্রে কোনও একজন পরীক্ষার্থী ভুয়োও হতে পারেন কি না, তা নিয়েও রয়েছে প্রশ্ন।