২০২০-২১ সালের পরীক্ষার সময়সূচি প্রকাশ করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)৷ ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষা ২০২১ –এর আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ফেব্রুয়ারি ২০২১ সালে৷ পরীক্ষা হবে ২৭ জুন, ২০২১৷
সিভিল সার্ভিসেস ২০২১ মেন পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে৷ তবে পরিস্থিতির জেরে বিজ্ঞপ্তি, পরীক্ষা শুরুর দিন এবং পরীক্ষা সময় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে ইউপিএসসি৷
পরীক্ষার সূচি অনুসারে ইউপিএসসি আইইএস, আইএসএস ২০২১ পরীক্ষা হবে ১৬ জুলাই এবং কম্বাইন্ড জিও-সায়েন্টিস্ট মেন পরীক্ষা হবে ১৭ জুলাই৷ কম্বাইন্ড জিও-সায়েন্টিস্ট ২০২১ পরীক্ষা হবে ৭ অক্টোবর৷ সিডিএস ২০২১ হবে ২৯ অক্টোবর, সিআইএসএফ এসি ২০২১ হবে ২ ডিসেম্বর এবং ইউপিএসসি এনএ এনডিএ পরীক্ষা হবে ২০২১ সালের ৩০ ডিসেম্বর৷
৪ অগস্ট ২০১৯ সালের ইউপিএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে৷ পাশ করেছেন ৮২৯ জন প্রার্থী৷
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) পরিচালিত সিভিল সার্ভিসেস পরীক্ষার মোট তিনটি ধাপ— প্রিলিমিনারি, মেন এবং পার্সোনালিটি টেস্ট (পিটি)।
এদের মধ্যে মেন পরীক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ মেন পরীক্ষা পাঁচ দিন হয়। সাধারণত প্রতি দিন দু'টি ভাগে, তিন ঘণ্টা করে হয়। মাঝে দু’ঘণ্টার বিরতি থাকে।