বাংলা নিউজ > কর্মখালি > UPSC Civil Services Exam 2022: কতবার পরীক্ষা দিতে পারবেন? কীভাবে আবেদন করবেন?

UPSC Civil Services Exam 2022: কতবার পরীক্ষা দিতে পারবেন? কীভাবে আবেদন করবেন?

শুরু হয়ে গেল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) সিভিল সার্ভিস পরীক্ষার আবেদন প্রক্রিয়া। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

আবেদনের ডিরেক্ট লিঙ্ক দেখে নিন।

শুরু হয়ে গেল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) সিভিল সার্ভিস পরীক্ষার আবেদন প্রক্রিয়া। যোগ্য প্রার্থীরা আগামী ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা ছ'টার মধ্যে অনলাইনে upsconline.nic.in-তে গিয়ে আবেদন করতে পারবেন।

বয়সসীমা: 

আবেদনকারী প্রার্থীর বয়স ন্যূনতম ২১ হতে হবে। যা ২০২২ সালের ১ অগস্টের হিসেবে বিবেচনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যে প্রার্থীরা আবেদন করবেন, চলতি বছরের ১ অগস্টের নিরিখে তাঁদের বয়স ৩২-র কম হতে হবে। অর্থাৎ ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার আবেদনের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চসীমা ৩১। যে প্রার্থীরা ১৯৯০ সালের ২ অগস্টের আগে জন্মগ্রহণ করেছেন এবং যে প্রার্থীরা ২০০১ সালের ১ অগস্টের পর জন্মগ্রহণ করেছেন, তাঁরা আবেদন করতে পারবেন না।

সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চসীমায় ছাড় দেওয়া হয়েছে। তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীরা বয়সের সর্বোচ্চসীমায় পাঁচ বছর ছাড় পাবেন। অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের (ওবিসি) ক্ষেত্রে তিন বছরের ছাড় মিলবে। আরও কয়েকটি শ্রেণির প্রার্থীর বয়সের সীমায় ছাড় দেওয়া হয়েছে। 

শিক্ষাগত যোগ্যতা: 

যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। সেক্ষেত্রে কয়েকটি নিয়ম আছে।

কীভাবে আবেদন করবেন?

১) ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) অফিসিয়াল ওয়েবসাইট upsconline.nic.in-তে যান। 

২) ক্লিক করুন 'ONLINE APPLICATION FOR VARIOUS EXAMINATIONS OF UPSC'তে।

৩) ‘Click Here for PART I’-তে ক্লিক করুন।

৪) সেখানে বিভিন্ন নির্দেশিকা থাকবে। তা পড়ে নিন। পড়া হয়ে যাওয়ার পর 'Yes'-তে ক্লিক করুন। 

৫) নয়া একটি পেজ খুলে যাবে। সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। 

৬) একইভাবে দ্বিতীয় পর্যায়ের তথ্য পূরণ করতে হবে।

আবেদন ফি:

জেনারেল বা অসংরক্ষিত এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ১০০ টাকা দিতে হবে। তা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) শাখা বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। তফসিলি জাতি ও উপজাতি, মহিলা এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।

কতবার পরীক্ষা দেওয়া যাবে? 

সর্বাধিক ছ'বার পরীক্ষা দেওয়া হবে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্য সর্বোচ্চসীমায় ছাড় দেওয়া হয়েছে। তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে এরকম কোনও সীমা নেই। অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের (ওবিসি) ক্ষেত্রে সেই সংখ্যাটা নয়।

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) সিভিল সার্ভিস পরীক্ষায় আবেদনের জন্য অনলাইনে ডিরেক্ট লিঙ্ক - এখানে ক্লিক করুন

বন্ধ করুন