বাংলা নিউজ > কর্মখালি > UPSC Civil Services Results: ঘোষিত UPSC 2021 পরীক্ষার ফলাফল, কীভাবে দেখবেন রেজাল্ট? লিঙ্ক এখানে
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আজ ইউপিএসসি সিভিল সার্ভিস ২০২১ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করল। যে প্রার্থীরা এই পরীক্ষায় অংশ নিয়েছেন তাঁরা upsc.gov.in-এ UPSC-এর অফিসিয়াল সাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন। ফলাফল দেখার ডিরেক্ট লিঙ্ক এখানে
এই পরীক্ষায় মোট ৬৮৫ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। পরীক্ষায় পাশ করা ৬৮৫ জনের মধ্যে ২৪৪ জন জেনারেল, ৭৩ জন EWS বিভাগের, ২০৩ জন OBC বিভাগের, ১০৫ জন SC বিভাগের এবং ৬০ জন ST বিভাগের।
কীভাবে দেখবেন রেজাল্ট?
UPSC-এর অফিসিয়াল সাইট upsc.gov.in-এ যান।
হোম পেজে উপলব্ধ ‘ইউপিএসসি সিভিল সার্ভিসেস ফাইনাল রেজাল্ট ২০২১’ লিঙ্কে ক্লিক করুন।
একটি নতুন পিডিএফ ফাইল খুলবে যেখানে পরীক্ষায় পাশ করা প্রার্থীদের নাম এবং রোল নম্বর থাকবে।
পিডিএফ ফাইলটি ডাউনলোড করুন এবং পরবর্তী প্রয়োজনের জন্য একটি প্রিন্ট আউট করিয়ে নিন।