হাতে আছে আর মাত্র কয়েকদিন। তার মধ্যে UPSC ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এগজামিনেশন (ESE) ২০২০ পরীক্ষার আবেদন করতে হবে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)। কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। নয়া বছরের ৫ জানুয়ারির সন্ধ্যা ছ'টার মধ্যে আবেদন করতে হবে।
প্রার্থীদের খুব সাবধানে আবেদনপত্র পূরণের কথা বলা হয়েছে অফিসিয়াল নোটিসে। কোনও ভুল হলে আবেদনপত্র বাতিল করা হবে বলে জানানো হয়েছে। ৩৪৭ টি শূন্যপদ পূরণের জন্য সেই নিয়োগ প্রক্রিয়া হবে। তার মধ্যে ১৪৭ টি পদ সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ৮৫ টি, ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ে ৭৪ টি এবং মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ে ৪১ টি পদ আছে।
শূন্যপদের বিস্তারিত বিবরণ:
মোট শূন্যপদ: ৩৪৭
সিভিল ইঞ্জিনিয়ারিং: ১৪৭
ইলেকট্রনিকস অ্যান্ড টেলি কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং: ৮৫
ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং: ৭৪
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৪১
ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এগজামিনেশন তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা। তারপর মেইন এবং শেষে পার্সোনালিটি টেস্ট হবে।
আবেদন পদ্ধতি:
১) upsc.gov.in সাইটে গিয়ে “Detailed Application Form Engineering Services Examination, 2020" এই লিংকে ক্লিক করতে হবে।
২) লগ ইন ID/রোল নম্বর, পাসওয়ার্ড, ক্যাপচা এন্টার করতে হবে লগ ইন করার জন্য।
৩) রেজিস্টার না করলে রেজিস্ট্রেশন একাউন্ট তৈরি করতে হবে।
৪) লগ ইন করে আবেদন পত্র পূরণ করতে হবে।