বাংলা নিউজ > কর্মখালি > Civil Service Prelims 2020 পরীক্ষাকেন্দ্র বদলের সুযোগ দিল UPSC

Civil Service Prelims 2020 পরীক্ষাকেন্দ্র বদলের সুযোগ দিল UPSC

৪ অক্টোবর নির্ধারিত সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রার্থীদের কেন্দ্র পরিবর্তন করার অনুমতি দিল UPSC।

প্রার্থীদের কেন্দ্র পরিবর্তন করার অনুমতি দিল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)।

৪ অক্টোবর নির্ধারিত সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রার্থীদের কেন্দ্র পরিবর্তন করার অনুমতি দিল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)। 

বুধবার এক বিবৃতিতে UPSC জানিয়েছে, 'সিভিল সার্ভিস (প্রিলিমিনারি) পরীক্ষা ২০২০ (ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা, ২০২০ সহ) এর বিপুল সংখ্যক প্রার্থীর কথা মাথায় রেখে এবং প্রার্থীদের কাছ থেকে তাদের কেন্দ্র পরিবর্তন করার অনুরোধ আসায় কমিশন প্রার্থীদের কেন্দ্রের সংশোধিত পছন্দই পরীক্ষাকেন্দ্রের নাম জমা দেওয়ার জন্য একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।'

এ ছাড়াও, সিভিল সার্ভিস (মেন) পরীক্ষা ২০২০ এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (মেন) পরীক্ষা ২০২০ এর পরীক্ষা কেন্দ্রও পরিবর্তন

করতে পারবেন পরীক্ষার্থীরা। সংশোধিত কেন্দ্রের পছন্দ জানানোর উইন্ডোটি কমিশনের ওয়েসাইট https://upsconline.nic.in এ দুF দফায় চালু করা হবে। প্রথম পর্যায়ে ৭জুলাই থেকে ১৩ জুলাই সন্ধ্যে ৬ টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ২০ থেকে ২৪ জুলাই পর্যন্ত উইন্ডোটি খোলা হবে। বিবৃতিতে প্রার্থীদের ওয়েবসাইট দেখে পছন্দের কেন্দ্রের নাম জমা দিতে বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্র পরিবর্তনের অনুরোধটি নির্দিষ্ট কেন্দ্রের অতিরিক্ত প্রার্থীদের জন্য স্থান সংকুলানের ক্ষমতার ওপর নির্ভর করছে।

কমিশন বলেছে, প্রার্থীদের কেন্দ্র পরিবর্তনের অনুরোধগুলি 'ফার্স্ট অ্যাপ্লাই ফার্স্ট অ্যালোট' এর ভিত্তিতে বিবেচিত হবে। পরীক্ষা কেন্দ্রের আসন সংখ্যা পূরণ হয়ে গেলে আর সেই কেন্দ্রে পরীক্ষা দেওয়ার আবেদন করা যাবে না। সেক্ষেত্রে প্রার্থীদের অন্য কেন্দ্র বাছতে হবে।

মূলত, সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা ২০২০, ৩১ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোন ভাইরাস আতিমারীর কারণে ৪ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়।

UPSC কর্তৃক ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (IAS), ইন্ডিয়ান ফরেন সার্ভিস (IFS) এবং ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের (IPS) জন্য আধিকারিক নিয়োগ করতে সিভিল সার্ভিস পরীক্ষা প্রিলিমিনারি, মেন এবং ইন্টারভিউ - বছরে এই তিনটি পর্যায়ে পরিচালিত হয়। প্রতি বছর লক্ষাধিক পরীক্ষার্থী এই পরীক্ষা দেয়। UPSC ১ থেকে ৮ আগস্ট, ২০২০ পর্যন্ত একটি 'উইথড্রয়াল উইন্ডো" তৈরি করার ও সিদ্ধান্ত নিয়েছে।

আবেদন প্রত্যাহারের সমস্ত শর্তাদি একই রকম থাকছে যেমনটা চলতি বছরের ফেব্রুয়ারিতে জারি করা পরীক্ষার নোটিশে উল্লেখ করা আছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রার্থীদের অবশ্যই মনে রাখতে হবে যে, একবার আবেদন প্রত্যাহার করে নিলে ভবিষ্যতে কোনও পরিস্থিতিতেই তা ফিরিয়ে নেওয়া যাবে না।

কর্মখালি খবর

Latest News

'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু Sunrisers Hyderabad বনাম Royal Challengers Bengaluru ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? অগ্নিদগ্ধ হয়ে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়েছে, পাটনার হোটেলে বিধ্বংসী আগুনের জের মা হতে চান, মিলছে না পাত্র! প্রিয়াঙ্কার মতো ডিম্বাণু সংরক্ষণ করতে চান ম্রুনাল নিজেদের লাগেজ টেনে তুলতে হল লজ্ঝরে টেম্পোতে-নেপালে নেমে অবাক ক্যারিবিয়ান ব্রিগেড 'এখন তো শুধু মেরুকরণ,কোনও ধর্মীয় কাটামোর জন্য আমি ১টাকা দেব না', সাফ কথা বিদ্যার মমতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, মামলা গ্রহণ করেও পদক্ষেপ স্পষ্ট করল না HC ‘‌আগে দেবাংশুর সঙ্গে লড়ুন’‌, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা তাপপ্রবাহের দানবীয় দাপট বাংলায়! রয়েছে বৃষ্টিরও খবর, আবহাওয়ার আপডেট একঝলকে বড়দের সাথে একমঞ্চে বসলেন না, ভিড়ের হাত থেকে বাবাকে আগলে ‘লক্ষ্মীছেলে’ অভিষেক

Latest IPL News

'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.