ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০২২ সালের মেইনস পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট upsc.gov.in এবং upsconline.nic.in-এ দেখা যাচ্ছে এই ফলাফল। গত ১৬ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মেইনস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষার এই পর্বে উত্তীর্ণ সব সফল প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করেছে কমিশন। এখন সফল প্রার্থীদের ইন্টারভিউ পর্যায় অতিক্রম করতে হবে।
এবার ইন্টারভিউতে বসার জন্য সফল প্রার্থীদের আবেদন ফর্ম-II (UPSC DAF-II) পূরণ করতে হবে। অনলাইন ফর্মটি ৮ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর ২০২২ পর্যন্ত পূরণ করা যেতে পারে। আগামী বছর ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট নেমে কমিশন। পার্সোনালিটি টেস্ট ২৭৫ নম্বরের হবে এবং এর কোনও ন্যূনতম কাটঅফ নেই৷ এই রাউন্ডের পরে, সম্পূর্ণ চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে এবং সেই অনুযায়ী সফল প্রার্থীরা IAS, IPS, IFS, IRS, এবং IRTS-এ যোগ দেওয়ার যোগ্যতা অর্জন করবেন৷ উল্লেখ্য, ইউপিএসসির প্রিলিমিনারি পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হয়েছেন, তাঁরা মেইনস পরীক্ষায় বসেছিলেন।
এই বছরের মেইনস পরীক্ষায় জেনারেল ক্যাটেগোরিতে কাট অফ মার্কস ৭৪৫ (প্রিলিমিনারিতে কাটঅফ ছিল - ৮৭.৫৪)। আর্থিক ভাবে পিছিয়ে পড়া ক্যাটেগোরিতে কাট অফ ৭১৩ (প্রিলিমিনারিতে কাটঅফ ছিল - ৮০.১৪)। ওবিসি ক্যাটেগোরিতে কাট অফ ৭০৭ (প্রিলিমিনারিতে কাটঅফ ছিল - ৮৪.৮৫)। এসসি ক্যাটাগোরিতে কাট অফ ৭০০ (প্রিলিমিনারিতে কাটঅফ ছিল - ৭৫.৪১)। এসটি ক্যাটেগোরিতে কাট অফ ৭০০ (প্রিলিমিনারিতে কাটঅফ ছিল - ৭০.৭১)।
কীভাবে দেখবেন রেজাল্ট?
- প্রথমে UPSC এর অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-এ যান।
- হোম পেজে, 'Written Result - Civil Services (Main) Examination, 2022' লিঙ্কে ক্লিক করুন।
- বাছাই করা প্রার্থীদের রোল নম্বর সহ একটি PDF স্ক্রিনে খুলবে।
- এই তালিকায় রোল নম্বর চেক করুন।
- আগামীর প্রয়োজনের জন্য তালিকাটি ডাউনলোড করুন এবং একটি প্রিন্টআউট নিয়ে নিন।