বাংলা নিউজ > কর্মখালি > UPSC Prelims Exam 2021 Result: প্রকাশিত Civil ও Forest Services-র ফল,দেখুন এখানে

UPSC Prelims Exam 2021 Result: প্রকাশিত Civil ও Forest Services-র ফল,দেখুন এখানে

প্রকাশিত হল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

এখানেই দেখে নিন আপনার রেজাল্ট।

প্রকাশিত হল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল। যে পরীক্ষা গত ১০ অক্টোবর হয়েছিল। সেইসঙ্গে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার ফলও প্রকাশিত হয়েছে। প্রার্থীরা upsc.gov.in-তে গিয়ে নিজেদের ফলাফল দেখতে পারবেন। 

সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল:

১) ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-তে  যান।

২) পেজের উপর ‘Written Result - CIVIL SERVICES (PRELIMINARY) EXAMINATION, 2021’ লিঙ্কে ক্লিক করুন।

৩) একটি পিডিএফ খুলে যাবে।

৪) Ctrl+F মারুন। নিজের রোল নম্বর লিখুন।

৫) আপনার রোল নম্বর আছে কিনা, দেখে নিন। যদি আপনার রোল নম্বর থাকে, তাহলে আপনি তাঁরা সিভিল সার্ভিসের মেন পরীক্ষায় বসতে পারবেন।

৬) পিডিএফ ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিন।

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল:

১) ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-তে যান।

২) পেজের উপর ‘Written Result - INDIAN FOREST SERVICES EXAMINATION THROUGH CIVIL SERVICES (PREL.) EXAMINATION, 2021’ লিঙ্কে ক্লিক করুন।

৩) একটি পিডিএফ খুলে যাবে।

৪) Ctrl+F মারুন। নিজের রোল নম্বর লিখুন।

৫) আপনার রোল নম্বর আছে কিনা, দেখে নিন। যদি আপনার রোল নম্বর থাকে, তাহলে আপনি তাঁরা সিভিল সার্ভিসের মেন পরীক্ষায় বসতে পারবেন।

৬) পিডিএফ ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিন।

 

শুক্রবার সকালেই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে ইউপিএসসি। একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘চলতি বছরের সেপ্টেম্বরে কয়েকটি নিয়োগ পরীক্ষাগুলির ফলাফল চূড়ান্ত করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। যে প্রার্থীদের নাম সুপারিশ করা হয়েছে, তাঁদের ব্যক্তিগতভাবে পোস্টের মাধ্যমে জানানো হয়েছে।’

বন্ধ করুন