প্রকাশিত হল কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের প্রিলিমিনারি পরীক্ষার (UPSC prelims 2020) ফলাফল। একইসঙ্গে ‘ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস’-এর ফলও ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফল দেখতে পারবেন।
কীভাবে UPSC prelims 2020-এর ফল দেখবেন?
১) কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.upsc.gov.in -এ যান।
২) ‘Result of the CIVIL SERVICES (PRELIMINARY) EXAMINATION, 2020 is also available on WWW.UPSCONLINE.NIC.IN’ লিঙ্কে ক্লিক করুন।
৩) তারপর একটি নয়া পেজ খুলবে। তাতে 'RESULT: Civil SERVICES(PRELIMINARY) EXAMINATION, 2020' লিঙ্কে ক্লিক করুন।
৪) একটি পিডিএফ খুলবে। তাতে স্ক্রল করে রেজাল্ট দেখতে পারবেন। বা Ctrl+F একসঙ্গে প্রেস করলে একটি বক্স খুলবে, তাতে নিজের রোল নম্বর দিন।
৫) যে প্রার্থীরা মেন পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন, তাঁদেরই রোল নম্বর দেখাবে। আগামী ৮ জানুয়ারি হওয়ার কথা আছে।
কীভাবে IFS prelims 2020-এর ফল দেখবেন?
১) upsconline.nic.in সাইটে যান।
২) ‘RESULT: INDIAN FOREST SERVICE (PRELIMINARY) EXAMINATION, 2020 THROUGH CS(P) EXAMINATION 2020’ লিঙ্কে ক্লিক করুন।
৩) একটি পিডিএফ খুলবে। তাতে স্ক্রল করে রেজাল্ট দেখতে পারবেন। বা Ctrl+F একসঙ্গে প্রেস করলে একটি বক্স খুলবে, তাতে নিজের রোল নম্বর দিন।
৪) যে প্রার্থীরা মেন পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন, তাঁদেরই রোল নম্বর দেখাবে।
চলতি বছর কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের প্রিলিমিনারি পরীক্ষার (UPSC prelims 2020) হয়েছিল। ২০ দিনের মাথায় সেই ফলাফল প্রকাশিত হয়েছে। একটি বিবৃতিতে জানানো হয়েছে, যাঁরা উত্তীর্ণ হয়েছেন, তাঁদের রোল নম্বর দেওয়া হয়েছে।