বাংলা নিউজ > কর্মখালি > UPSC Results 2021: প্রকাশিত একাধিক পদে নিয়োগের রেজাল্ট, দেখে নিন এখানেই

UPSC Results 2021: প্রকাশিত একাধিক পদে নিয়োগের রেজাল্ট, দেখে নিন এখানেই

নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি)। (ছবিটি প্রতীকী, সৌজন্য সঞ্চিত খান্না/হিন্দুস্তান টাইমস)

দেখে নিন এখানেই।

নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। যে প্রার্থীদের নাম সুপারিশ করা হয়েছে, তাঁদের ব্যক্তিগতভাবে পোস্টের মাধ্যমে জানানো হয়েছে।

শুক্রবার দুপুরের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘চলতি বছরের সেপ্টেম্বরে কয়েকটি নিয়োগ পরীক্ষাগুলির ফলাফল চূড়ান্ত করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। যে প্রার্থীদের নাম সুপারিশ করা হয়েছে, তাঁদের ব্যক্তিগতভাবে পোস্টের মাধ্যমে জানানো হয়েছে।’

এমনিতে একাধিক মহল থেকে দাবি করা হয়, আজ (শুক্রবার) ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হতে পারে। যা এখনও করা হয়নি। শুধুমাত্র উপরোক্ত কয়েকটি নিয়োগের ফলাফল প্রকাশিত হয়েছে। তবে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলে প্রার্থীরা upsc.gov.in থেকে দেখতে পারবেন। ওয়েবসাইটের What’s New বিভাগে সেই ফলাফল আপলোড করা হবে। সফল প্রার্থীদের নাম পিডিএফে থাকবে। সঙ্গে দেওয়া থাকবে রোল নম্বর। যদি কোনও প্রার্থী সেই পিডিএফে নিজের নাম না পান, তাহলে তিনি প্রিলিমিনারি পরীক্ষায় সফল হননি। অর্থাৎ মেন পরীক্ষায় বসতে পারবেন না তিনি। যে প্রার্থীদের নাম এবং রোল নম্বর সেই পিডিএফ থাকবে, ভবিষ্যতের জন্য তাঁদের পিডিএফ ডাউনলোড করে রাখতে হবে।

বন্ধ করুন