মাইক্রোসফটের সিইও সত্যনারায়ণ নাদেলার একটি পুরনো ভিডিয়ো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ১৯৯৩ সালের এই ভিডিয়ো তাঁকে স্যাটেলাইট-সম্প্রচারিত টিভিতে মাইক্রোসফট এক্সেলের ডেমো দিতে দেখা যাচ্ছে। সেই সময়ে তিনি সংস্থার একজন সাধারণ মার্কেটিং ম্যানেজার ছিলেন। এতগুলি বছর পেরিয়ে এসে বর্তমানে সেই সংস্থারই CEO সত্য নাদেলা। তাঁর কেরিয়ারের উন্নতি, কাজের প্রতি নিষ্ঠা অনুপ্রাণিত করেছে সকলকে।
এক মার্কিন বাণিজ্যিক প্রত্রিকা প্রথম এই ভিডিয়োটি খুঁজে বের করে। ১৯৯৩ সালে, সেই সময়ে মাইক্রোসফটে এক বছর হয়েছে সত্য নাদেলার। টিভি সম্প্রচারে উইন্ডোজ এবং অফিস স্যুটের বিষয়ে ডেমো দেখাতেন নাদেলা। এই বিষয়ে ডেভেলপারদের ফোন কলও নিতেন তিনি। আরও পড়ুন: এক কামরার অফিস থেকে ১৬৭ বিলিয়ন ডলারের মালিক, Amazon-এ বিপ্লব জেফ বেজোসের
স্টিভ বালমারের পর, ২০১৪ সালে সত্য নাদেলা মাইক্রোসফটের সিইও হন। এরপর ২০২১ সালে জন ডব্লিউ থম্পসনের পর চেয়ারম্যান হন। টুইটারে অপর এক প্রযুক্তি সিইও ব্র্যান্ডন আরভানাঘি এই ভিডিয়োটি শেয়ার করেন। তিনি লেখেন, 'আজ তিনি ১.৮ ট্রিলিয়ন ডলারের একটি সংস্থার সিইও। ১৯৯৩ সালে তিনি একজন সাধারণ ম্যানেজার ছিলেন। এক্সেল ডেমো দেখাতেন। সত্য নাদেলা মাইক্রোসফটে ২২ বছর ধরে কাজ করেছেন। তিনি ধাপে ধাপে উপরে উঠেছেন। আর আজ তাঁর মোট সম্পদের মূল্য ৭০০ মিলিয়ন মার্কিন ডলার। জীবনে সফল হওয়ার নানা পথ থাকে।'
সত্য নাদেলা ১৯৬৭ সালের ১৯ অগস্ট হায়দরাবাদে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা বুক্কাপুরম নাদেলা যুগন্ধর একজন IAS অফিসার ছিলেন। মা প্রভাবতী সংস্কৃতের অধ্যাপিকা ছিলেন। বুক্কাপুরম নাদেলা ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত মনমোহন সিং সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন।
হায়দরাবাদে স্কুল জীবন শুরু। কর্ণাটকে মনিপাল ইনিস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পাশ করেন সত্য নাদেলা। এরপর পাড়ি দেন মার্কিন মুলুকে। সেখানে উইসকনসিন-মিলওয়াকি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে MSc করেন। এরপর সান মাইক্রোসিস্টেমে কাজ করতেন। ১৯৯২ সালে মাইক্রোসফটে যোগ দেন। সেখানে কর্মরত অবস্থাতেতই শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে একটি MBA পাশ করেন। আরও পড়ুন: 'আমার অবিচ্ছেদ্য অংশ ভারত', সান ফ্রান্সিসকোয় পদ্মভূষণ পেয়ে অভিভূত Google CEO সুন্দর পিচাই
CEO হওয়ার আগে, মাইক্রোসফটের ক্লাউড এবং এন্টারপ্রাইজ গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। সংস্থার কম্পিউটিং প্লাটফর্ম তৈরি, ডেভেলপার টুল এবং ক্লাউড সার্ভিস তৈরির বিষয়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।