বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়েও ৮০ শতাংশ এবং ২০ শতাংশের পদ্ধতি মেনে চলা হবে। স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের চূড়ান্ত সেমেস্টার বা বর্ষের পরীক্ষার ক্ষেত্রে এই নিয়ম অনুযায়ী পড়ুয়াদের নম্বর দেওয়া হবে বলে জানাল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।
করোনাভাইরাস পরিস্থিতিতে বাতিল হয়ে যাওয়া পরীক্ষার মূল্যায়ন কীভাবে করা হবে, তা নিয়ে গত বুধবার বিস্তারিতভাবে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চূড়ান্ত সেমেস্টার বা বর্ষের আগের সেমেস্টার বা বর্ষ থেকে পড়ুয়াদের ৮০ শতাংশ নম্বর নেওয়া হবে, যাতে সর্বোচ্চ নম্বর উঠেছে। ‘ইন্টারনাল অ্যাসেসমেন্ট’-এর ভিত্তিতে বাকি ২০ শতাংশ নম্বর যোগ করা হবে। আইন বা শিক্ষক প্রশিক্ষণের মতো যে পেশাদারি কোর্স রয়েছে, সেগুলির চূড়ান্ত সেমেস্টারদের পড়ুয়াদের ৮০-২০ শতাংশ নিয়মে মূল্যায়ন হবে।
যে পড়ুয়াদের আগের সেমেস্টার বা বর্ষের সাপ্লি রয়েছে, তাঁদের ক্ষেত্রেও ৮০-২০ শতাংশের নিয়ম প্রয়োজ্য হবে। একইসঙ্গে আগামী ১২ জুলাইয়ের মধ্যে সেই ইন্টারনালের নম্বর জমা দিতে হবে। নাহলে পড়ুয়াদের রেজাল্ট ‘অসম্পূর্ণ’ (INC) আসতে পারে বলে জানানো হয়েছে। ইন্টারনালের নম্বর জমার শেষদিনের এক মাস অর্থাৎ আগামী ১১ অগস্টের মধ্যে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের চূড়ান্ত সেমেস্টার বা বর্ষের পরীক্ষার ফল প্রকাশিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পাশাপাশি করোনা পরিস্থিতিতে সর্বস্তরের মানুষ যেভাবে আর্থিক সমস্যার মুখে পড়েছেন, সে কথা মাথায় রেখে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা ফি মকুব করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। পড়ুয়াদের শুধুমাত্র মার্কশিট বা সার্টিফিকেট ছাপানোর খরচ-সহ অনান্য কম্পিউটার প্রসেসিংয়ের খরচ দিতে হবে।