বাংলা নিউজ > কর্মখালি > Toxic work culture: রাত ৩টে অবধি কাজ করার দরকার নেই! কর্মসংস্কৃতি নিয়ে মিথ ভাঙলেন সুইগি সিইও

Toxic work culture: রাত ৩টে অবধি কাজ করার দরকার নেই! কর্মসংস্কৃতি নিয়ে মিথ ভাঙলেন সুইগি সিইও

আজকের দিনের কর্মসংস্কৃতি নিয়ে বিস্ফোরক সুইগি সিইও (@rohitkapoor/Instagram)

Viral Video: সুইগি ফুড অ্যান্ড মার্কেটপ্লেসের সিইও রোহিত কাপুর বেঙ্গালুরুতে একটি টেক ইভেন্টে, রাত জেগে কাজ করা নিয়ে নিজের চিন্তাভাবনা শেয়ার করেছেন।

সারাদিন ধরে কাজ করা, ব্যক্তিগত জীবন জলাঞ্জলি দিয়ে, সফলতার লক্ষ্যে, কাজকেই অমর সঙ্গী বানিয়ে নেওয়া, সুস্থ জীবন দিতে পারে বলে মনে করেন না সুইগির সিইও রোহিত কাপুর। যদিও অনেকেই এই চিন্তাভাবনার সঙ্গে একমত, কিন্তু কাপুরের মতে, এটি একটি অত্যন্ত ভুল পদ্ধতি। কারণ, এতে বড় ঝুঁকি রয়েছে। কর্ম-জীবনের ভারসাম্য বজায় না রাখলে, শুধুই সফল হওয়ার নেশায় ছুটতে থাকলে, তা মানসিক চাপ, উদ্বেগ এবং একাধিক স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে।

আরও পড়ুন: (IBPS RRB Clerk Result 2024: প্রকাশিত হল আইবিপিএসের ফলাফল, দেখবেন কোথায়?)

ব্যক্তিগত জীবন সবার আগে

সম্প্রতি, বেঙ্গালুরুতে টেকস্পার্কস ইভেন্টে, এ প্রসঙ্গেই কথা বলেছেন কাপুর। তিনি এদিন বলেন যে গভীর রাতে কাজ করা স্বাস্থ্য এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষতি করে। সফলতা পাওয়ার জন্য এটি কখনোই কার্যকর পদক্ষেপ নয়। ওই ইভেন্টে এদিন শ্রদ্ধা শর্মার সঙ্গে কথা বলার সময়, কাপুর উল্লেখ করেন যে কোনও কোনও দিন কাজ করতে গিয়ে দেরী হয়ে যেতেই পারে। কিন্তু এটি প্রতিদিন প্রয়োজন পড়ে না।

রোহিত কাপুর এদিন উল্লেখ করেন যে যারা রাত ৩ টা পর্যন্ত কাজ করার জন্য বড়াই করেন, তাঁরা প্রায়ই এটা উল্লেখ করতে ভুলে যান যে তাঁরা পরের দিন দুপুর ১ টায় অফিসে আসেন। আর এটা কোনও সঠিক সময় নয়। আর এই কর্মসংস্কৃতিই একেবারে পছন্দ নয় কাপুরের। সবাইকে পরিবার ও প্রিয়জনের সঙ্গে সময় কাটাতেও উৎসাহিত করেন তিনি। তিনি আরও জোর দিয়ে বলেন যে কঠোর পরিশ্রম গুরুত্বপূর্ণ। অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, তবে ব্যক্তিগত জীবনকে ভুলে গিয়ে এটা করা উচিত নয়।

আরও পড়ুন: (Dream job in Google: মাটির বাড়ি থেকে গুগলে দুই কোটির চাকরি, স্বপ্নের উড়ান বিহারের যুবকের)

কী বলছেন নেটিজেনরা

আজকের দিনের কর্ম সংস্কৃতি নিয়ে সিইও-র মতামতের ভিডিয়োটি তুমুল ভাইরাল এই মুহূর্তে। ৩২,০০০ টিরও বেশি লাইক পেয়েছে এটি। অনেকের মনোযোগও কেড়েছে৷ অনেকেই কাপুরের মতামতের সঙ্গে একমত হয়েছেন। কেউ কেউ আবার দ্বিমতও দেখিয়েছেন। সোশ্যাল মিডিয়ায়, একজন ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন, 'নারায়ণ মূর্তি অবশ্যই এটি শোনার পরে ভয় পেয়ে যাবেন।' অন্য একজন যোগ করেছেন, 'নারায়ণ মূর্তি সম্ভবত এক কোণে বসে কাঁদছেন।' তৃতীয় একজন কাপুরের প্রশংসা করে বলেছেন, 'অবশেষে, কেউ আমাদের নিয়ে কথা বলছে।' একজন চতুর্থ ব্যক্তির মন্তব্য, 'আরও মানুষের এই বিষয়ে আলোচনা করা দরকার।'

কে এই রোহিত কাপুর

সুইগির সিইও, রোহিত কাপুর, চাকরিতে তাঁর অনেক অভিজ্ঞতা রয়েছে। ২০০০ সালে ম্যাককিনসে অ্যান্ড কোম্পানিতে একজন ম্যানেজমেন্ট পরামর্শদাতা হিসাবে কর্মজীবন শুরু করেন। ২০১২ সালে, তিনি ম্যাক্স ইন্ডিয়া লিমিটেডে সিনিয়র স্ট্র্যাটেজি এবং বিজনেস পারফরম্যান্স ডিরেক্টর হিসেবে কাজ করেন। এক বছর পরে, তিনি ম্যাক্স হেলথ কেয়ারের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং বোর্ড সদস্য হন। এর পরে, ওয়ো-তে বিভিন্ন পদে কাজ করেছেন। অবশেষ্যে ২০২২ সালে, তিনি ফুড মার্কেটপ্লেসের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে সুইগিতে কাজ শুরু করেন।

Haryana and JNK Election Haryana and JNK Election
কর্মখালি খবর

Latest News

‘মা দুর্গা পাততাড়ি গুটিয়ে, জলদি পালাচ্ছেন…’, আরজি কর আবহে পুজো নিয়ে শ্রীলেখা আর্শদীপকে টপকে T20I-তে নতুন রেকর্ড গড়লেন রবি বিষ্ণোই, বললেন ছোটখাটো কৃতিত্ব ২০২৪-তে এখনও জয় অধরা ভারতের! তবে শেষ ৪৫ মিনিটে মিলল অনেক ইতিবাচক দিক এবার নয়া কর্মসূচি মেয়েদের ‘‌রাতের মিটিং’‌, শহর থেকে গ্রামে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ Onion Benefits: পেঁয়াজ খাওয়ার কোনও উপকারিতা আছে কি? রামলীলায় বানরের চরিত্রে অভিনয়, সীতাকে খোঁজার নাম করে জেল থেকে পালাল ২ বন্দি পায়রায় ক্যামেরা ফিট করে ফাঁকা বাড়িতে নজরদারি, তারপর চুরি, বেঙ্গালুরুতে ধৃত ১ একইদিকে হার্দিক ও রিয়ান, তাও রান-আউট করতে পারলেন না লিটনরা, বাংলাদেশই পারে এমন! জামনগরের পরবর্তী মহারাজা অজয় জাদেজা, সিংহাসনের উত্তরাধিকারী হলেন তারকা ক্রিকেটার মহিলাকে ধর্ষণ করে ফেলে দেওয়া হল রাস্তায়, ভয়ঙ্কর অভিযোগ রাজধানী দিল্লিতে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.