WB Govt Jobs: রাজ্যে ৬,১১৪ স্টাফ নার্স নিয়োগ! আবেদনের সময় খুব কম
1 মিনিটে পড়ুন .Updated: 24 Nov 2021, 05:32 PM ISTরাজ্যে এখন বহু পড়ুয়া দ্বাদশের পর নার্সিং বেছে নেন। তাঁদের জন্য রাজ্যেই কাজ পাওয়ার এটি সুবর্ণ সুযোগ।
রাজ্যে এখন বহু পড়ুয়া দ্বাদশের পর নার্সিং বেছে নেন। তাঁদের জন্য রাজ্যেই কাজ পাওয়ার এটি সুবর্ণ সুযোগ।
বর্তমানে নার্সিং একটি অতি জনপ্রিয় পেশাদার কেরিয়ার অপশন। বিশেষত রাজ্যে এখন বহু পড়ুয়া দ্বাদশের পর নার্সিং বেছে নেন। তাঁদের জন্য রাজ্যেই কাজ পাওয়ার এটি সুবর্ণ সুযোগ। আর সেই সুযোগই দিচ্ছে রাজ্যের স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের অধীনে ৬,১১৪টি পদে নিয়োগ করা হবে।
চলতি বছরের শুরু থেকেই এর আবেদন চলছে। তবে করোনা পরিস্থিতির কারণে একাধিকবার আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। শেষবার আবেদনের শেষদিন ছিল গত ১৮ নভেম্বর। পরে সেটাও পিছিয়ে দেওয়া হয়। ফলে এখনও আবেদন করে না থাকলে অবশ্যই সেরে ফেলুন। আবেদনের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর।
শূন্যপদের সংখ্যা
মোট ৬,১১৪টি।
পোস্ট বেসিক বিএসসি/বেসিক বিএসসি : ২১৪০ টি
জি.এন.এম কোর্স-
মহিলা স্টাফ নার্স : ৩৫৭৭
পুরুষ স্টাফ নার্স : ৩৯৭
মোট শূন্যপদ ৩৯৭৪টি।
এর পাশাপাশি ডিপ্লোমা এবং ট্রেনিং/সিএনই/পাবলিকেশন/অ্যাওয়ার্ড থাকতে পারে। আবশ্যিক নয়।
তবে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকতে হবে।
আবেদনকারীদের বয়সসীমা
আবেদনকারীর বয়স ২০ বছর থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে। চলতি বছরের ১ জানুয়ারি অনুযায়ী বয়স নির্ধারণ করা হবে।
বেতন
পে লেভেল ৯ অনুসারে প্রতি মাসে ২৯,৮০০ টাকা।
আবেদন করবেন কীভাবে?
পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে। ওয়েবসাইটের লিঙ্ক : www.wbhrb.in এই ওয়েবসাইটেই বিজ্ঞপ্তি পেয়ে যাবেন।