
WB govt jobs: প্রাণিসম্পদ বিকাশ দফতরে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ১ ফেব্রুয়ারি
১ মিনিটে পড়ুন . Updated: 16 Jan 2021, 03:15 PM IST- দেখে নিন সবিস্তারে।
নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ দফতর। নিয়োগ হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) মাধ্যমে। বাংলা ভাষা পড়তে, লিখতে এবং বলতে জানলে তবেই আবেদন করা যাবে। ভারতের যে কোনও জায়গা থেকে আবেদন করা যাবে।
বিস্তারিত বিবরণ
মোট শূন্যপদ : ১২ টি
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যানিমাল রিসোর্সেস ডেভেলপমেন্ট।
বয়স : ৪০ বছরের মধ্যে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স হিসেব করবেন ২০২১ সালের ১ জানুয়ারির নিরিখে।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে এগ্রিকালচার বা ভেটেনারি সায়েন্স বা অ্যানিমাল হাজবেন্ড্রি বিষয়ে ডিগ্রি পাস করতে হবে। সেই সঙ্গে অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এগ্রিকালচার বা ভেটেনারি সাযেন্স পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি পাস করে থাকলে অগ্রাধিকার পাবেন।
বেতন: পে-লেভেল ১৬ অনু্যায়ী মাসিক বেতন ৫৬,১০০ থেকে ১৪৪,৩০০ টাকা।
আবেদন জানানোর শেষ তারিখ আগামী ১ ফেব্রুয়ারি। আবেদন করতে হবে অনলাইনে। www.wbpsc.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
আবেদন ফি: জেনারেল এবং ওবিসি প্রাথীদের ক্ষেত্রে আবেদন ফি দিতে হবে ২১০ টাকা এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদন ফি লাগবে না।