বাংলা নিউজ > কর্মখালি > WB Govt jobs: নার্স, লেডি কাউন্সিলর-সহ একাধিক পদে নিয়োগ শুরু, আবেদন ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

WB Govt jobs: নার্স, লেডি কাউন্সিলর-সহ একাধিক পদে নিয়োগ শুরু, আবেদন ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

নার্স, লেডি কাউন্সিলর-সহ একাধিক পদে নিয়োগ শুরু, আবেদন ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

দক্ষিণ ২৪ পরগণা জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে ল্যাব টেকনিশিয়ান, স্টাফ নার্স-সহ নানা পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই সমস্ত পদে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল আগামী ২৮ ফেব্রুয়ারি। অনলাইনে আবেদন জানাতে হবে। তবে পরীক্ষার তারিখ এখনও জানানো হয়নি। পরীক্ষার ১০ দিন আগে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে।

দক্ষিণ ২৪ পরগণায় স্বাস্থ্য বিভাগের মোট ৫৩টি পদে নিয়োগ করা হবে। এসটিএলএস, এসটিএস, ল্যাব টেকনিশিয়ান, স্টাফ নার্স, লেডি কাউন্সিলর-সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। অন্যান্য জেলার যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আবেদন জানাতে পারেন।

  • সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাব সুপারভাইসার পদের জন্য প্রার্থীর স্নাতক ডিগ্রির পাশাপাশি থাকতে হবে ডিএমএলটি-ও। এছাড়াও কম্পিউটার জানতে হবে এবং ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে।
  • সিনিয়র ট্রিটমেন্ট অফিসার- স্নাতক পাশ বা স্যানিটারি ইনস্পেক্টর কোর্স থাকতে হবে। জানতে হবে কম্পিউটার। ড্রাইভিং লাইসেন্সও থাকা চাই।
  • ল্যাব টেকনিশিয়ান- ডিএমএলটি ও কমপিউটারের জ্ঞান থাকতে হবে।
  • স্টাফ নার্স- জিএনএম কোর্স।
  • লেডি কাউন্সিলর- মনোবিজ্ঞান/সোশ্যাল ওয়ার্ক/সোশিওলজি/অ্যানথ্রপলজি/হিউম্যান ডেভেলপমেন্টে স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি পাঁচ বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।
  • ল্যাব টেকনিশিয়ান (ব্লাড ব্যাঙ্ক)- কমপিউটারের জ্ঞান ও ডিএমএলটি-সহ দু'বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
  • আইসিটিসি ল্যাব টেকনিশিয়ান- মেডিক্যাল ল্যাবরেটরি বা ডিএমএলটি-সহ ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গে কমপিউটারের জ্ঞানও আবশ্যক।
  • আইসিটিসি কাউন্সিলর- মনোবিজ্ঞান/সোশ্যাল ওয়ার্ক/সোশিওলজি/অ্যানথ্রপলজি/হিউম্যান ডেভেলপমেন্টে স্নাতোকোত্তর ডিগ্রির পাশাপাশি এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা মনোবিজ্ঞান/সোশ্যাল ওয়ার্ক/সোশিয়োলজি/অ্যানথ্রপলজি/হিউম্যান ডেভেলপমেন্টে স্নাতক ডিগ্রির পাশাপাশি তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা (০১/০১/২০২১ অনুযায়ী):

সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাব সুপারভাইজার, ল্যাব টেকনিশিয়ান, লেডি কাউন্সিলর পদের জন্য ৪০ বছরের মধ্যে হলে আবেদন জানানো যেতে পারে।

  • সিনিয়র ট্রিটমেন্ট অফিসারের বয়স থাকতে হবে ২২ থেকে ৪০-এর মধ্যে।
  • ৬৪ বছরের মধ্যে কোনও প্রার্থীর বয়স হলে, তাঁরা স্টাফ নার্সের জন্য আবেদন জানাতে পারেন।
  • ব্লাড ব্যাঙ্কের ল্যাব টেকনিশিয়ান, আইসিটিসি ল্যাব টেকনিশিয়ান ও আইসিটিসি কাউন্সিলর পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে।

আবেদন ফি :

অসংরক্ষিত জেনারেল ও তফশিলি জাতি এবং উপজাতির প্রার্থীরা ডেবিট, ক্রেডিট কার্ড, নেটব্যাঙ্কিংয়ের মাধ্যমে যথাক্রমে ১০০ ও ৫০ টাকা দিয়ে আবেদন করতে পারেন।

বেতন :

  • সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাব সুপারভাইজার- ২৫,০০০ টাকা।
  • সিনিয়র ট্রিটমেন্ট অফিসার-২৫,০০০ টাকা।
  • ল্যাব টেকনিশিয়ান-২২,০০০ টাকা।
  • স্টাফ নার্স- ২৫,০০০ টাকা।
  • লেডি কাউন্সিলর- ২০,০০০ টাকা।
  • ল্যাব টেকনিশিয়ান (ব্লাড ব্যাঙ্ক)- ১৩,০০০ টাকা।
  • আইসিটিসি ল্যাব টেকনিশিয়ান-১৩,০০০ টাকা।
  • আইসিটিসি কাউন্সেলর- ১৩,০০০ টাকা।

প্রয়োজনীয়তা অনুযায়ী লেখা পরীক্ষা, ইন্টারভিউ ও কম্পিউটার টেস্টের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হবে।

কীভাবে আবেদন করবেন?

  • আবেদন জানাতে হবে অনলাইনে।
  • আবেদন জানানোর পূর্বে বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নেবেন।
  • অফিসিয়াল লিঙ্কে গিয়ে আবেদনের জন্য নিজের পছন্দের পদ বেছে নিন।  'Continue After Register'-এ ক্লিক করার পর লগ ইন করুন। (নতুন প্রার্থী হলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।)
  • ফর্ম ফিলআপ করে টাকা জমা দিন।

কর্মখালি খবর

Latest News

শনি থেকে পরপর সরকারি অফিস বন্ধ! বিশ্বকর্মা পুজোয় ছুটি থাকবে? ব্যাঙ্ক কবে খোলা? ফিরছে কমিনে, হায়দার জুটি! বিশাল-শাহিদের যুগলবন্দিতে তড়কা 'ভাবি ২' তৃপ্তি দিমরি 'জুনিয়র ডাক্তাররা তো চেয়ার চাননি,যা বলেনি তা নিয়ে..' মমতাকে মনে করালেন বিমান বসু ‘জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য মানুষ মারা যাচ্ছেন…অনেক তিলোত্তমা তৈরি হচ্ছে’ টেস্টে বাংলাদেশের উপরে একতরফা ছড়ি ঘুরিয়েছে ভারত, ২৪ বছরের খরা কাটবে শাকিবদের? টসে জিতল England , প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল| ‘অভয়া ক্লিনিকে কানটা দেখিয়ে আসুন’, কাকে লিখলেন সুদীপ্তা? বিরসা লেখেন,'মাথা, মন.. কোথায় ছিল দেহ? আপনারা কোথায় ছিলেন? নির্যাতিতার পরিবারকে নিয়ে আরজিকরে CBI ভিনরাজ্যে বড় দায়িত্বে যাবেন দিলীপ ঘোষ, বাংলায় গুরুত্ব কমেছে ভারত-বাংলাদেশ টেস্ট ইতিহাসে সর্বাধিক উইকেট কাদের? সেরা পাঁচে রয়েছেন অশ্বিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.