বাংলা নিউজ > কর্মখালি > WB Govt Jobs: মেডিকেল অফিসার পদে চাকরির সুযোগ! আবেদন করতে হবে দ্রুত

WB Govt Jobs: মেডিকেল অফিসার পদে চাকরির সুযোগ! আবেদন করতে হবে দ্রুত

ছবিটি প্রতীকী, সৌজন্য় হিন্দুস্তান টাইমস (HT Photo)

নিযুক্ত চিকিত্সকদের কলকাতা ও সংলগ্ন বিভিন্ন প্রাথমিক চিকিত্সাকেন্দ্রে মেডিকেল অফিসার হিসাবে কাজ করতে হবে।

কলকাতায় ন্যাশনাল আর্বান হেলথ মিশনের (NUHM) অধীনে চিকিত্সক নিয়োগ। আর তার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হল। রইল আবেদনের তারিখ, যোগ্যতা, শূন্যপদ ইত্যাদি বিবরণ। নিযুক্ত চিকিত্সকদের কলকাতা ও সংলগ্ন বিভিন্ন প্রাথমিক চিকিত্সাকেন্দ্রে মেডিকেল অফিসার হিসেবে কাজ করতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা

বলাই বাহুল্য, আবেদনকারীদের MBBS-উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি ১ বছরের ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। সেই সঙ্গে West Bengal Medical Council-এর রেজিস্ট্রেশন থাকতে হবে।

আরও পড়ুন : Bengal Job News: স্নাতক ও ইঞ্জিনিয়ার নিয়োগ কলকাতা সায়েন্স মিউজিয়ামে

মোট শূন্যপদের সংখ্যা : মোট ৭৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। 

বয়সসীমা : ৬২ বছর

কীভাবে আবেদন করবেন?

ওয়েবসাইটের লিঙ্ক : https://www.kmcgov.in

কীভাবে নির্বাচন?

নির্দিষ্ট তারিখে ওয়াক-ইন-ইন্টারভিউ হবে।

আরও পড়ুন : WB Govt Jobs: মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, আবেদন করতে হবে দ্রুত, কারা পারবেন?

তারিখ: ১০ মার্চ ইন্টারভিউয়ের তারিখ।

ওয়াক-ইন-ইন্টারভিউয়ের ঠিকানা : Room No.254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5, S.N. Banerjee Road, Kolkata – 700013

বন্ধ করুন