বাংলা নিউজ > কর্মখালি > WB Govt Jobs: গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, উচ্চ মাধ্যমিক পাশেই আবেদন

WB Govt Jobs: গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, উচ্চ মাধ্যমিক পাশেই আবেদন

গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল উত্তর দিনাজপুর প্রশাসন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

কীভাবে আবেদন করতে হবে?

গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল উত্তর দিনাজপুর প্রশাসন। চুক্তিভিত্তিক পদে দু'জনকে নিয়োগ করা হবে। আগামী ৮ মার্চের মধ্যে আবেদন করতে হবে প্রার্থীদের।

শূন্যপদের বিবরণ

মোট শূন্যপদের সংখ্যা দুই। দুটি গ্রাম পঞ্চায়েতে মোট দু'জনকে নিয়োগ করা হবে। ১০০ দিনের কাজে (মনরেগা) প্রাথমিকভাবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক পদে নিয়োগ করবে জেলা প্রশাসন। জেলা পঞ্চায়েত কার্যালয়ে চাকরি করতে হবে।

বয়সসীমা

প্রার্থীদের ন্যূনতম বয়স ১৮ হতে হবে। সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫। ২০২২ সালের ১ জানুয়ারির নিরিখে প্রার্থীদের বয়স বিবেচনা করা হবে।

যোগ্যতা 

১) অঙ্ক এবং ভৌতবিজ্ঞান-সহ যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বা ভোকেশনাল স্ট্রিমে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেলে তবেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। অন্য রাজ্যের প্রতিষ্ঠান থেকে শংসাপত্র দেওয়া হলে তা যাচাই করে দেখা হবে। 

২) সেইসঙ্গে যে কোনও সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ছ'মাসের কম্পিউটার ট্রেনিং কোর্স করতে হবে প্রার্থীদের।

৩) প্রার্থীদের রায়গঞ্জ ব্লকের বাসিন্দা এবং ভোটার হতে হবে।

আবেদন প্রক্রিয়া 

পিডিএফের সঙ্গে যে আবেদনপত্র দেওয়া হয়েছে, সেটির সঙ্গে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত নথির সেলফ অ্যাটেসটেড ফোটোকপি জমা দিতে হবে - 

১) বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের অ্যাডমিট কার্ড)।

২) শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত শংসাপত্র। 

৩) বাসস্থানের প্রমাণপত্র (ভোটার কার্ড এবং আধার কার্ড)। 

৪) পোস্টাল স্ট্যাম্প-সহ একটি সেলফ অ্যাড্রেসড খাম। 

৫) একটি কালার পাসপোর্ট ছবি দিতে হবে।

কোথায় আবেদনপত্র জমা দিতে হবে?

রায়গঞ্জ ব্লক ডেভেলপমেন্ট অফিসে আবেদনপত্র জমা দিতে হবে। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত সেই আবেদনপত্র জমা দেওয়া যাবে। সকাল ১১ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিন আবেদনপত্র জমা দেওয়া যাবে না। অন্য কোনও উপায়ে আবেদনপত্র জমা দিতে পারবেন না প্রার্থীরা।

বন্ধ করুন