বাংলা নিউজ > কর্মখালি > WB Govt Jobs: পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে শুরু নিয়োগ, আবেদন ১৭ মার্চ পর্যন্ত

WB Govt Jobs: পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে শুরু নিয়োগ, আবেদন ১৭ মার্চ পর্যন্ত

পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ১০০ পদে নিয়োগ হতে চলেছে পশ্চিমবঙ্গ মৎস্য দফতরে। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)

দেখে নিন বিস্তারিত।

পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ১০০ অফিসারকে নিয়োগ করা হতে চলেছে পশ্চিমবঙ্গ মৎস্য দফতরে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ মার্চের মধ্যে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in-তে গিয়ে আবেদন জানাতে পারবেন। 

পদের নাম এবং শূন্যপদ সংখ্যা :

পশ্চিমবঙ্গ মৎস্য দফতরের 'ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফিশারিজ সার্ভিস গ্রেড-২'-এর ক্যাডারে 'ফিশারি এক্সটেনশন অফিসার' নিয়োগ করা হবে। শূন্যপদ সংখ্যা ১০০।

শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতা :

১) যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মৎস্যবিজ্ঞানে স্নাতক হতে হবে। ২) মৎস্যবিজ্ঞান, অ্যাকায়োকালচার, মাছ ধরা এবং জলের বিভিন্ন বিষয়ে জানতে হবে। ৩) অবশ্যই বাংলা বা নেপালিতে লিখতে বা পড়তে জানতে হবে।

বয়স :

২০২১ সালের ১ জানুয়ারি অনুযায়ী, আবেদনকারীর বয়স ৩৯-র উপর হতে পারবে না। নির্দিষ্ট শর্তে বয়সের সর্বোচ্চসীমায় ছাড় মিলবে।

আবেদন ফি :

১) অসংরক্ষিত প্রার্থী - ১৬০ টাকা।

২) তফসিলি জাতি এবং উপজাতির শ্রেণিভুক্ত, বিশেষভাবে সক্ষম প্রার্থী - কোনও আবেদন ফি দিতে হবে না।

তবে অনলাইনে ডেবিট বা কার্ডের মাধ্যমে আবেদন ফি জমা দিলে এক শতাংশ 'কনভেনিয়েন্স ফি' (ন্যূনতম পাঁচ টাকা) এবং 'কনভেনিয়েন্স ফি'-র উপর ১৮ শতাংশ জিএসটি বাবদ টাকা দিতে হবে। নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দিলে পাঁচ টাকা 'কনভেনিয়েন্স ফি' এবং 'কনভেনিয়েন্স ফি'-র উপর ১৮ শতাংশ জিএসটি দিতে হবে প্রার্থীদের। ব্যাঙ্কে ফি জমা দিলে পরিষেবা চার্জ বাবদ ২০ টাকা দিতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ :

অনলাইন আবেদনের শেষ তারিখ - আগামী ১৭ মার্চ। 

আবেদনের ফি জমা দেওয়ার শেষ তারিখ - আগামী ১৭ মার্চ।

ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (ইউবিআই) শাখায় আবেদনের ফি জমা দেওয়ার শেষ তারিখ - আগামী ১৮ মার্চ।

অফলাইনে চালান ডাউলোড করার শেষ তারিখ - আগামী ১৭ মার্চ।

কর্মখালি খবর

Latest News

কিলো কিলো সোনা গায়ে পরতেন ‘বাপ্পিদা’, সেই সমস্ত গয়না এখন কার কাছে আছে জানেন খুঁজে বার করতে হয় ডিম! ইস্টার পালনের নানা অজানা নিয়ম ও তাৎপর্য অনেকেই জানেন না পিয়ার প্রাক্তন, অনুপমের উপর ‘নজরদারি’ পরমব্রতর; জানাজানি হতেই কী করলেন নায়ক? রাজা রামমোহন রায়ের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র রায়কে গুলিয়ে ফেলেছেন মোদী, দাবি মহুয়ার Health Care: শরীরকে ভিতর থেকে দূষণ মুক্ত করতে এই ডিটক্স পানীয় পান করুন মমতার 'মৃত্যুঘণ্টা বাজিয়ে' বিস্ফোরক অভিজিৎ, 'এই মোদীর পরিবার?' প্রশ্ন TMC-র ‘মূল্য যাই চোকাতে হোক…’, পিলিভিটের প্রতি আবেগঘন চিঠি বরুণের এপ্রিল মাসে কবে কোন গ্রহ ট্রানজিট করবে, তার কী প্রভাব পড়বে, জেনে নিন রাস্তার লড়াইয়ে না পেরে মেসোমশাইয়ের কাছে যাচ্ছে তৃণমূল: দিলীপ ঘোষ চার নয়া তারকাকে সেন্ট্রাল চুক্তি দিল অস্ট্রেলিয়া, বাদ গেলেন স্টইনিস-এগররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.