শুধুমাত্র একটি আসনে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দফতর। স্নাতক পাশ হলেই আবেদন করা যাবে। নিয়োগ করা হবে বীরভূমে। আবেদনকারীর স্থায়ী ঠিকানা থাকতে হবে এই জেলায়।
বিস্তারিত বিবরণ
পদের নাম-
প্রোগ্রামিং অ্যাসোসিয়েট।
যোগ্যতা-
যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক। কম্পিউটার অ্যাপ্লিকেশনে কমপক্ষে এক বছরের ডিপ্লোমা কোর্স করতে হবে। এক মিনিটে ৩০টি শব্দ লেখার পারদর্শিতা থাকতে হবে। সেই সঙ্গে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
বয়স-
২০২০ সালের ১ জানুয়ারির মধ্যে প্রার্থীর বয়স ৪০-এর কম হতে হবে। SC,ST, OBC প্রার্থীরা সরকারি নিয়ম আনুসারে ছাড় পাবেন।
নির্বাচন পদ্ধতি-
শিক্ষাগত যোগ্যতা ও কম্পিউটার দক্ষতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন হবে।
আবেদন ফি-
জেনারেল প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা। সংরক্ষিত প্রার্থীদের ৫০ টাকা দিতে হবে।
আবেদনের পদ্ধতি-
স্পিড পোস্টের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়।
আবেদন পাঠানোর ঠিকানা-
Office of The Chief Medical Oficer of Health
(DPMU section) New Administrative Building Old
Out Door Campus
Po- Suri, Birbhum
Pin- 731101, West Bengal।
আবেদনের শেষ তারিখ-
১০ নভেম্বর, ২০২০।
বেতন-
মাসিক ১৩,৫৬০ টাকা।