কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকারের প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ হবে৷ প্রার্থী নেওয়া হবে চুক্তিভিত্তিক।
পদের নাম:
ডেটা এন্ট্রি অপারেটর।
পদের সংখ্যা :
এক।
শিক্ষাগত যোগ্যতা:
যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক৷ কম্পিউটার ব্যাবহারের ক্ষেত্রেও যথেষ্ট দক্ষ হতে হবে। স্ট্যাটিস্টিকাল সফটওয়্যারে কাজের অভিজ্ঞতা থাকলে পাওয়া যাবে অগ্রাধিকার।
বেতন:
মাসিক ১৮,০০০ টাকা।
ইন্টারভিউয়ের দিন প্রার্থীকে বায়োডেটা এবং প্রয়োজনীয় সমস্ত নথির সেলফ-অ্যাটাস্টেড ফোটোকপি নিয়ে যেতে হবে। সঙ্গে রাখতে হবে দু'কপি পাসপোর্ট সাইজের ছবি। ফোটো কপি গুলির আসল নথিও সঙ্গে রাখতে হবে।
ইন্টারভিউয়ের দিন:
ইন্টারভিউ হবে নয়া বছরের ৬ জানুয়ারি। সকাল ১০ টা ৩০ মিনিট থেকে শুরু হবে ইন্টারভিউ। সেদিন সকাল ১০ টার মধ্যে পৌঁছে যেতে হবে।
ইন্টারভিউয়ের ঠিকানা :
WEST BENGAL UNIVERSITY OF ANIMAL AND FISHERY SCIENCES, Farmers Hostel, Belgachia, Kolkata - 700037।