কয়েক ঘণ্টা পরেই রাজ্য জয়েন্ট পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় এবার ফলপ্রকাশ করা হচ্ছে। দুপুর ২ টো ৩০ মিনিটে ফলপ্রকাশ করা হবে। গতবারও ওই সময় জয়েন্টের রেজাল্ট প্রকাশ করেছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। আর গতবারের মতোই এবারও অনলাইনে রেজাল্ট দেখার জন্য আরও দেড় ঘণ্টা অপেক্ষা করতে হবে। বিকেল চারটে বাজলে তবেই অনলাইনে রাজ্য জয়েন্টের ফলাফল দেখা যাবে। অনলাইনে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.in এবং www.wbjeeb.nic.in-তে যেতে হবে প্রার্থীদের।
রাজ্য জয়েন্ট পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখতে হবে?
১) রাজ্য জয়েন্ট পরীক্ষার রেজাল্ট দেখতে প্রার্থীদের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.in বা www.wbjeeb.nic.in-তে যেতে হবে।
২) হোমপেজে রাজ্য জয়েন্ট পরীক্ষার রেজাল্ট দেখার লিঙ্ক থাকবে। ‘WBJEE 2024 Results’-র লিঙ্ক দেখতে পাবেন। নিজের রেজাল্ট দেখতে সেই লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) একটি পেজ খুলে যাবে। সেই পেজ খুলে গেলে নিজের তথ্য দিতে হবে। সেই তথ্য দিয়ে লগইন করতে হবে প্রার্থীদের। লগইন করার পরে প্রার্থীরা দেখতে পাবেন যে তাঁরা কত পেয়েছেন। তারপর তাঁরা রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার 'র্যাঙ্ক কার্ড' ডাউনলোড করতে পারবেন।
২০২৩ সালের রাজ্য জয়েন্ট পরীক্ষার মেধাতালিকা
গত বছর রাজ্য জয়েন্ট পরীক্ষার প্রথম দশে থাকা অধিকাংশ প্রার্থীই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) পড়ুয়া ছিলেন। একজন ছিলেন কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) পড়ুয়া। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) পড়ুয়া ছিলেন তিনজন। দু'জন আবার পশ্চিমবঙ্গের বাইরের পড়ুয়া ছিলেন। গত বছর রাজ্য জয়েন্টের মেধাতালিকায় কারা কারা ছিলেন, সেই তালিকা দেখে নিন -়
১) মহম্মদ সালিম আখতার
২) সোহম দাস
৩) সারা মুখোপাধ্যায়
৪) সৌহার্দ্য দণ্ডপাট
৫) অয়ন গোস্বামী
৬) অরিত্র অম্বুধ দত্ত
৭) কিন্তন সাহা
৮) সাগ্নিক নন্দী
৯) রক্তিম কুণ্ডু
১০) শ্রীরাজ চন্দ্র