মেডিক্যাল, ডেন্টাল এবং আয়ুষ প্রথম রাউন্ডের আসন বণ্টন পরীক্ষার ফলাফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর। wbmcc.nic.in সাইটে সেই ফলাফল দেখতে পারবেন প্রার্থীরা। যাঁরা এবার পশ্চিমবঙ্গের নিট কাউন্সেলিংয়ের জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২০ সালের পশ্চিমবঙ্গ স্নাতক কাউন্সেলিংয়ের নথিভুক্তকরণ এবং টাকা দেওয়ার প্রথম রাউন্ডের তালিকা প্রকাশ করা হয়েছে।’
দেখে নিন রেজাল্টের ডিরেক্ট লিঙ্ক
ফলাফল (WB NEET round 1 seat allotment results) জানার পদ্ধতি :
১) wbmcc.nic.in সাইটে যান।
২) হোম পেজে 'Allotment Results'-এ ক্লিক করুন।
৩) স্ক্রিনে নয়া একটি পেজ খুলে যাবে।
৪) 'Medical, Dental & AYUSH Seats Allotment Result (Round-1)' লিঙ্কে ক্লিক করুন।
৫) স্ক্রিনে ফলাফল (WB NEET round 1 seat allotment results) দেখাবে।
৬) তা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিন। ভবিষ্যতের জন্য তা রেখে দিন।