বাংলা নিউজ > কর্মখালি > WB Police Jobs: প্রায় ৮,৭০০ পদে নিয়োগ নিয়ে বড়সড় ঘোষণা পশ্চিমবঙ্গ পুলিশের

WB Police Jobs: প্রায় ৮,৭০০ পদে নিয়োগ নিয়ে বড়সড় ঘোষণা পশ্চিমবঙ্গ পুলিশের

প্রকাশিত হল পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড। (ছবিটি প্রতীকী, সৌজন্য ফেসবুক @WBPolice)

দেখে নিন এখনই।

প্রকাশিত হল পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড। পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in-তে গিয়ে প্রার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন?

১) পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in-তে যান।

২) Recruitment-এ ক্লিক করুন।

৩) ‘Recruitment to the post of Constable and Lady Constable in West Bengal Police 2020’-এর ‘Get Details’এ ক্লিক করুন।

৪) 'Download e-Admit Cards'-এ ‘Get Details’এ ক্লিক করুন।

৫) নয়া একটি পেজ খুলে যাবে।

৬)  বিভিন্ন জেলার প্রার্থীদের জন্য ডাউনলোডের পৃৃথক লিঙ্ক আছে।

৭) আট ডিজিটের Application NO এনং জন্মতারিখ দিন। তারপর 'Submit'-এ ক্লিক করুন।

৮) অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন।

৯) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখুন।

অ্যাডমিট কার্ড ডাউনলোডের ডিরেক্ট লিঙ্ক - এখানে ক্লিক করুন

1) CLICK HERE TO DOWNLOAD ADMIT CARD FOR PRELIMINARY WRITTEN TEST FOR THE POST OF CONSTABLES/LADY CONSTABLES IN WEST BENGAL POLICE - 2020 CANDIDATES FROM ALIPURDUAR, BANKURA, BIRBHUM, BURDWAN EAST, BURDWAN WEST PERMANENT DISTRICTS CLICK ON THE ABOVE LINK TO DOWNLOAD ADMIT CARD - এখানে ক্লিক করুন

২) CLICK HERE TO DOWNLOAD ADMIT CARD FOR PRELIMINARY WRITTEN TEST FOR THE POST OF CONSTABLES/LADY CONSTABLES IN WEST BENGAL POLICE - 2020 CANDIDATES FROM COOCH BEHAR, DAKSHIN DINAJPUR, DARJEELING, HOOGHLY, HOWRAH PERMANENT DISTRICTS CLICK ON THE ABOVE LINK TO DOWNLOAD ADMIT CARD - এখানে ক্লিক করুন

৩) CLICK HERE TO DOWNLOAD ADMIT CARD FOR PRELIMINARY WRITTEN TEST FOR THE POST OF CONSTABLES/LADY CONSTABLES IN WEST BENGAL POLICE - 2020 CANDIDATES FROM JALPAIGURI, JHARGRAM , KALIMPONG, KOLKATA, MALDAH PERMANENT DISTRICTS CLICK ON THE ABOVE LINK TO DOWNLOAD ADMIT CARD - এখানে ক্লিক করুন

৪) CLICK HERE TO DOWNLOAD ADMIT CARD FOR PRELIMINARY WRITTEN TEST FOR THE POST OF CONSTABLES/LADY CONSTABLES IN WEST BENGAL POLICE - 2020 CANDIDATES FROM MURSHIDABAD, NADIA, NORTH 24 PARGANAS, PASCHIM MEDINIPUR, PURBA MEDINIPUR PERMANENT DISTRICTS CLICK ON THE ABOVE LINK TO DOWNLOAD ADMIT CARD - এখানে ক্লিক করুন

৫) CLICK HERE TO DOWNLOAD ADMIT CARD FOR PRELIMINARY WRITTEN TEST FOR THE POST OF CONSTABLES/LADY CONSTABLES IN WEST BENGAL POLICE - 2020 CANDIDATES FROM PURULIA, SOUTH 24 PARGANAS, UTTAR DINAJPUR, OTHER STATES PERMANENT DISTRICTS CLICK ON THE ABOVE LINK TO DOWNLOAD ADMIT CARD - এখানে ক্লিক করুন

মোট পদ সংখ্যা 

কনস্টেবল - ৭,৪৪০।

মহিলা কনস্টেবল - ১,১৯২।

বয়স :

২০২১ সালের ১ জানুয়ারি অনুযায়ী, আবেদনকারীর বয়স ২০-র নীচে এবং ২৭-র উপর হতে পারবে না। তফসিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের বয়সের সর্বোচ্চ সীমায় পাঁচ বছরের ছাড় দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গের ওবিসি প্রার্থীরা তিন বছরের ছাড় মিলেছিল।

বন্ধ করুন