বাংলা নিউজ > কর্মখালি > WB Police jobs: পশ্চিমবঙ্গ পুলিশে ৯,৭২০ জন নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন ২০ ফেব্রুয়ারি পর্যন্ত

WB Police jobs: পশ্চিমবঙ্গ পুলিশে ৯,৭২০ জন নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন ২০ ফেব্রুয়ারি পর্যন্ত

পশ্চিমবঙ্গ পুলিশে ৯,৭২০ জন নিয়োগের বিজ্ঞপ্তি। (ছবিটি প্রতীকী, সৌজন্য ফেসবুক @WBPolice)

দেখে নিন বিস্তারিত।

পশ্চিমবঙ্গ পুলিশে প্রায় ১০,০০০ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। কনস্টেবল, মহিলা কনস্টেবল, সাব-ইন্সপেক্টর, মহিলা সাব-ইন্সপেক্টর এবং সাব-ইন্সপেক্টর (পুরুষ সশস্ত্র বাহিনী অর্থাৎ আর্মড ফোর্স)-এ মোট ৯,৭২০ পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

শূন্যপদের বিবরণ:

• কনস্টেবল -৭,৪৪০।

• মহিলা কনস্টেবল - ১,১৯২ জন।

• সাব-ইন্সপেক্টর- ৭৫৩ জন

• মহিলা সাব-ইন্সপেক্টর- ১৫০ জন

• পুরুষ সশস্ত্র সাব-ইন্সপেক্টর -১৮৫ জন

নিয়োগ সংক্রান্ত বিশেষ তথ্য:-

(১) সবকটি শূন্যপদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ০১.০১.২০২১ -এর মধ্যে ২০ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে তফশিলি জাতি এবং উপজাতি প্রার্থীরা বয়সের সর্বোচ্চ সীমায় পাঁচ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা সর্বোচ্চ তিন বছর ছাড় পাবেন।

(২) কনস্টেবল পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে এবং বাংলায় লিখতে, পড়তে ও কথা বলতে জানতে হবে (দার্জিলিং ও কালিম্পং জেলার প্রার্থীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়)।

(৩) সাব-ইন্সপেক্টর পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমতুল্য ডিগ্রির অধিকারী হতে হবে এবং বাংলায় লিখতে, পড়তে ও কথা বলতে জানতে হবে (দার্জিলিং ও কালিম্পং জেলার প্রার্থীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়)।

(৪) কনস্টেবল পদে আবেদনের ক্ষেত্রে অসংরক্ষিত প্রার্থীদের আবেদন ফি ১৭৫ টাকা (ডেবিট, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিলে); ১৯৩ টাকা ('সহজ তথ্যমিত্র কেন্দ্র' থেকে জমা দিলে); ২০৬ টাকা (পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে জমা দিলে) লাগবে। এক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের শুধুমাত্র ২০ টাকা 'প্রসেসিং ফি' বাবদ জমা দিতে হবে জিএসটি সহ।

(৫) সাব-ইন্সপেক্টর পদে আবেদনের ক্ষেত্রে অসংরক্ষিত প্রার্থীদের আবেদন ফি ২৭৫ টাকা (ডেবিট, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিলে); ২৯৩ টাকা ('সহজ তথ্যমিত্র কেন্দ্র' থেকে জমা দিলে); ৩০৬ টাকা (পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে জমা দিলে) লাগবে। এক্ষেত্রে তফশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের শুধুমাত্র ২০ টাকা 'প্রসেসিং ফি' বাবদ জমা দিতে হবে জিএসটি-সহ।

(৬) আবেদনের সময়সীমা আগামী ২০ ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত।

(৭) আবেদন অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই করা যাবে। অনলাইন আবেদনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।

Haryana and JNK Election Haryana and JNK Election
কর্মখালি খবর

Latest News

নিজ্জর খুনে 'জড়িত' ভারতীয় আধিকারিকদের জবাব দিতে হবে, দাবি কানাডার নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা! সহ অধিনায়ক বুমরাহ! দল থেকে বাদ এই পেসার… মেয়েকে নিয়ে করণ-বিপাশার দু্র্গা দর্শন!পুজো মণ্ডপে নজরকাড়া দেবীর দুষ্টুমি ফের ট্রেন দুর্ঘটনা, তামিলনাড়ুতে মালগাড়ির সঙ্গে বাগমতী এক্সপ্রেসের সংঘর্ষ ‘আমি ব্যাটার, ব্যাট করে বাড়ি চলে যাব’, গলি ক্রিকেটের স্মৃতি ফেরালেন পন্ত… অভিতাভ যখন খলনায়ক, যে ৫ ছবিতে ভিলেন হয়েছেন বিগ বি রণবীরের থেকে আলাদা, মুখার্জিদের দুর্গাপুজোয় মায়ের আর্শীবাদ নিতে আলিয়ার সঙ্গী কে? মহিলা T20 বিশ্বকাপে পাকিস্তানকে ধুয়ে দিল অস্ট্রেলিয়া! চিন্তা বাড়ল ভারতের? জয়া ব্যস্ত দুর্গাপুজোয়, ৮২তম জন্মদিনটা কেমনভাবে কাটালেন অমিতাভ? জলসায় জনসমুদ্র 'রাহুল গান্ধী ভালো কাজ না করলে লোকসভার বিরোধী দলনেতা বদলেও দিতে পারে INDIA...'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.