বাংলা নিউজ > কর্মখালি > WBBME Madrasah Result 2023: হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিলে ছাত্রীদের ‘হারাল’ ছাত্ররা, বাজিমাত উত্তর ২৪ পরগনার

WBBME Madrasah Result 2023: হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিলে ছাত্রীদের ‘হারাল’ ছাত্ররা, বাজিমাত উত্তর ২৪ পরগনার

হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিলের ফলাফল প্রকাশিত হল। (ছবিটি প্রতীকী)

হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিলের ফলাফল। সার্বিকভাবে তিনটি বিভাগ মিলিয়ে মেধাতালিকায় ঠাঁই পেয়েছে ৩৫ জন। ছাত্রের সংখ্যা ২৭। ছাত্রীর সংখ্যা ১০। এবার তিনটি বিভাগেই ছাত্রীদের টেক্কা দিয়েছে ছাত্ররা।

প্রকাশিত হল পশ্চিমবঙ্গ হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিলের ফলাফল। এবার তিনটি বিভাগেই ছাত্রীদের টেক্কা দিয়েছে ছাত্ররা। তিনটি ক্ষেত্রেই ছাত্রীদের তুলনায় ছাত্রদের পাশের হার বেশি। আবার মেধাতালিকার নিরিখে ভালো ফল করেছে উত্তর ২৪ পরগনা। আলিম এবং ফাজিলের প্রথম তিনে উত্তর ২৪ পরগনার পড়ুয়ারা আছে। হাই-মাদ্রাসার প্রথম তিনে অবশ্য মুর্শিদাবাদ এবং মালদার দাপট বজায় থেকেছে। সার্বিকভাবে তিনটি বিভাগ মিলিয়ে মেধাতালিকায় ঠাঁই পেয়েছে ৩৫ জন। ছাত্রের সংখ্যা ২৭। ছাত্রীর সংখ্যা ১০।

হাই-মাদ্রাসার রেজাল্ট 

১) এবার পাশের হার ৮৮.০৯ শতাংশ। মোট ৩৫,২০৬ জন পরীক্ষা দিয়েছিলেন। পাশ করেছেন ৩১,০১৪ জন।

২) এবার হাই-মাদ্রাসায় ছাত্রীদের টেক্কা দিয়েছেন ছাত্ররা। যেখানে ছাত্রদের পাশের হার ৯০.০২ শতাংশ, সেখানে ছাত্রীদের পাশের হার ৮৭.১২ শতাংশে ঠেকেছে।

৩) হাই-মাদ্রাসায় প্রথম হয়েছেন মুর্শিদাবাদের ছেলে আশিক ইকবাল। ৭৮০ নম্বর পেয়েছে। 

৪) হাই-মাদ্রাসায় দ্বিতীয় স্থান অধিকার করেছে মুর্শিদাবাদেরই নাসিরউদ্দিন মোল্লা। তাঁর প্রাপ্ত নম্বর ৭৭৫।

৫) তৃতীয় হয়েছেন মালদার মহম্মদ মুক্তাদুর রহমান। হাই-মাদ্রাসায় তাঁর প্রাপ্ত নম্বর ৭৭৪।

আরও পড়ুন: Madhyamik Result 2023: মাধ্যমিকে মাত্র ৩১ শতাংশ, রেজাল্ট দেখেই ৬ বছরের বোনকে অপহরণ, বাবার কাছে মুক্তিপণ চাইল দিদি

আলিমের ফলাফল

১) এবার আলিমে পাশের হার থেকেছে ৯১.১৫ শতাংশ। এক্ষেত্রেও ছাত্ররা বাজিমাত করেছে। যেখানে ছাত্রদের পাশের হার ৯৬.০৬ শতাংশ, সেখানে ছাত্রীদের পাশে ৮৬.৩৫ শতাংশে ঠেকেছে।

২) আলিমে প্রথম স্থান অধিকার করেছে উত্তর ২৪ পরগনার মহম্মদ সুজাউদ্দিন লস্কর। ৮৪৫ নম্বর পেয়েছে। 

৩) আলিমে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে উত্তর ২৪ পরগনার করিমুল ইসলাম মণ্ডল এবং মুর্শিদাবাদের আবদুল হালিম। তাদের প্রাপ্ত নম্বর ৮৪৩। 

৪) আলিমে তৃতীয় হয়েছে মুর্শিদাবাদের ছেলে আবদুর রহমান। তার প্রাপ্ত নম্বর ৮৩৯।

আরও পড়ুন: Madhyamik Results 2023 Top School: একজন দ্বিতীয়, তৃতীয় ৪ জন- মাধ্যমিকের প্রথম দশে মালদার রামকৃষ্ণ মিশনের ১৩ পড়ুয়া

ফাজিলের ফলাফল

১) এবার ফাজিলে পাশের হার ঠেকেছে ৯১.১৫ শতাংশে। সেখানেও ছাত্রীদের টেক্কা দিয়েছে ছাত্র। এবার ফাজিলে ছাত্রদের পাশের হার ৯৬.১ শতাংশ। সেখানে ৮৬.৩৫ শতাংশ ছাত্রী পাশ করেছে।

২) ফাজিলে প্রথম হয়েছে হুগলির ফাহিম আখতার। তার প্রাপ্ত নম্বর ৫৬৫। 

৩) এবার ফাজিলে দ্বিতীয় হয়েছে মোজাম্মেল মল্লিক। প্রাপ্ত নম্বর ৫৫১। পূর্ব বর্ধমানের ছেলে মোজাম্মেল। 

৪) হুগলির ইজাজ আহমেদ মণ্ডল তৃতীয় হয়েছে। প্রাপ্ত নম্বর ৫৪৯।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

কর্মখালি খবর

Latest News

‘মির্জা’র হয়ে গলা ফাটাবেন দেব-জিৎ! অঙ্কুশের ছবির ট্রেলার লঞ্চে থাকছেন আর কারা? ভারতের মুকুটে নয়া পালক, প্রথম উড়ানে সফল 'মেড ইন ইন্ডিয়া' মার্ক ১এ যুদ্ধবিমান অঞ্জলি চক্র এবং সুফি মালিক কারা? বিয়ের আগেই কেন বিচ্ছেদ হল তাঁদের ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল Heart Care: এই ফলটি হার্টের নাকি খুব ভালো! আপনি কি এটি খান? আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বড় তথ্য ফাঁস করল তৃণমূল কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলার শাস্তি? সুপ্রিয়াকে লোকসভা ভোটের টিকিট দিল না কংগ্রেস! লোকসভা ভোটে বহরমপুরে বাজিমাত করতে পারে BJP, হারতে পারেন দিলীপ, মহুয়া: সমীক্ষা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.