বাংলা নিউজ > কর্মখালি > WBCS 2022: আজ থেকে শুরু আবেদন, কতদিন চলবে? কারা পরীক্ষায় বসতে পারবেন?

WBCS 2022: আজ থেকে শুরু আবেদন, কতদিন চলবে? কারা পরীক্ষায় বসতে পারবেন?

আজ থেকে শুরু হচ্ছে ২০২২ সালের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার আবেদন প্রক্রিয়া। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

কীভাবে আবেদন করবেন?

আজ থেকে শুরু হচ্ছে ২০২২ সালের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার আবেদন প্রক্রিয়া। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা আগামী ২৪ মার্চ (মধ্যরাত ১২ টা) পর্যন্ত পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in-তে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা 

১) যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। 

২) বাংলা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। যে প্রার্থীদের মাতৃভাষা নেপালি, তাঁদের ক্ষেত্রে সেই নিয়ম প্রয়োজ্য হবে না।

বয়সসীমা

১) গ্রুপ 'এ' এবং গ্রুপ 'সি': প্রার্থীদের ন্যূনতম বয়স ২১ হতে হবে। ৩৬ বছরের ঊর্ধ্বে প্রার্থীরা আবেদন করতে পারবেন। যে প্রার্থীরা ১৯৮৬ সালের ১ জানুয়ারি থেকে ২০০১ সালের ১ জানুয়ারির মধ্যে জন্মগ্রহণ করেছেন, তাঁরা আবেদন করতে পারেন।

২) গ্রুপ 'বি' (পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস): প্রার্থীদের ন্যূনতম বয়স ২০ হতে হবে। ৩৬ বছর পর্যন্ত আবেদন করা যাবে। যে প্রার্থীরা ২০০১ সালের ১ জানুয়ারি থেকে ২০০২ সালের ১ জানুয়ারির মধ্যে জন্মগ্রহণ করেছেন, তাঁরা শুধু গ্রুপ 'বি' পদে আবেদন করতে পারবেন।

৩) গ্রুপ 'ডি': আবেদনকারীদের বয়স ২০-র নীচে হবে না। সর্বোচ্চ ৩৯ বছর পর্যন্ত আবেদন করা যাবে। যে প্রার্থীরা ১৯৮৩ সালের ১ জানুয়ারি থেকে ২০০১ সালের ১ জানুয়ারির মধ্যে জন্মগ্রহণ করেছেন, তাঁরা আবেদন করতে পারেন।

৪) সংরক্ষিত প্রার্থীরা বয়সের সর্বোচ্চসীমায় ছাড় পাবেন। বয়সের সর্বোচ্চসীমায় পাঁচ বছর ছাড় পাবেন তফসিলি জাতি ও উপজাতির প্রার্থীরা। অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি, নন ক্রিমি লেয়ার) প্রার্থীদের তিন বছর ছাড় দেওয়া হবে। বিশেষভাবে সক্ষম প্রার্থীরা ৪৫ বছর পর্যন্ত পরীক্ষায় বসতে পারবেন।

 

২০২২ সালের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার (WBCS 2022) গুরুত্বপূর্ণ তারিখ

১) আবেদন শুরুর দিন: ৩ মার্চ, ২০২২।

২) আবেদন শেষের তারিখ: ২০২২ সালের ২৪ মার্চ মধ্যরাত ১২ টা পর্যন্ত।

৩) অনলাইনে ফি জমা দেওয়ার শেষ সময়: ২০২২ সালের ২৪ মার্চ মধ্যরাত ১২ টা পর্যন্ত।

৪) অফলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২৫ মার্চ, ২০২২।

৫) আবেদনপত্র সংশোধনের উইন্ডো কতদিন খোলা থাকবে? ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত প্রার্থীরা আবেদনপত্র সংশোধনের সুযোগ পাবেন।

৬) প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য সময়: আগামী মে'তে হতে পারে পরীক্ষা।

কীভাবে আবেদন করবেন?

অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রার্থীদের ‘ONE TIME REGISTRATION’-এর আওতায় নথিভুক্ত করতে হবে। যাঁরা ইতিমধ্যে সেই প্রক্রিয়ার মাধ্যমে নাম নথিভুক্ত বা এনরোলমেন্ট করে ফেলেছেন, তাঁদের আর নতুন করে ’ONE TIME REGISTRATION’ করতে হবে না। তাঁরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in-তে গিয়ে আবেদনের সুযোগ পাবেন।

কর্মখালি খবর

Latest News

বিরাটের কাছে এসে আক্ষেপ কামিন্সের, কোহলি বললেন ‘তুমি দুর্দান্ত’-ভিডিয়ো সম্পদ বণ্টনের ক্ষেত্রে মার্ক্সবাদী ব্যাখ্যা মেনে চলব না, বলল সুপ্রিম কোর্ট, তবে… আমি WI-কে সমর্থন করব: T20 WC 2024-র জন্য ICC-র দূত হয়েই মনের কথা বললেন বোল্ট বিয়ের আগে ভালোবাসার ইস্তেহার! আদৃতের জন্য বার্তা কৌশাম্বির, ‘তুমিই এখন…’ ভোটের আগেই দার্জিলিংয়ে ১০ লক্ষ নগদ টাকা-সহ গ্রেফতার রাজু বিস্তা ঘনিষ্ঠ BJP নেতা শ্রীরূপার বিরুদ্ধে অশ্লীল মন্তব্যের অভিযোগে অভিষেকের বিরুদ্ধে কমিশনে বিজেপি ‘কংগ্রেস-সিপিএম BJP-র B-টিম'!ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কার উপর নির্ভর,জানালেন অভিষেক 'সলমন মদ পরিবেশনার দায়িত্বে! শাহরুখ, শ্রীদেবীরা তো সকলেই আমার বিয়েতে নেচেছিলেন' ‘মনে হয় সব ছেড়ে বাবার কাছে চলে যাই’, লিখলেন ইরফান-পুত্র বাবিল! সব ঠিক আছে তো? চাকরিতে প্রমোশন, ব্যবসায় বিপুল টাকা লাভ! শুক্র-সূর্যের যুতিতে মেষ সহ লাকি কারা?

Latest IPL News

বিরাটের কাছে এসে আক্ষেপ কামিন্সের, কোহলি বললেন ‘তুমি দুর্দান্ত’-ভিডিয়ো IPL-এর আচরণবিধি লঙ্ঘন করলেন রসিখ! দিল্লির বোলারকে লাল চোখ দেখালেন ম্যাচ রেফারি পন্তের রুদ্রমূর্তি দেখে অবাক সৌরভ! দেখুন ঋষভ হেলিকপ্টার শট মারতে কী করলেন মহারাজ গুরুত্বপূর্ণ ১৯তম ওভারে অনভিজ্ঞ রশিখের হাতে কেন বল তুলে দিলেন?কারণ জানালেন পন্ত IPL 2008-এ বেস প্রাইসে কুম্বলেকে কীভাবে কিনেছিল RCB? নিজেই সেই গল্প শোনালেন অনিল শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.