পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের (WBCS) প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। গত ১৬ ডিসেম্বর পরীক্ষা হয়েছিল। আর অবশেষে WBCS প্রিলিমিনারি পরীক্ষার ফলপ্রকাশ করা হয়েছে। যে ৪,৯৬০ জন প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেন পরীক্ষা দেওয়ার ছাড়পত্র পেয়েছেন, তাঁদের রোল নম্বর প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। ইতিমধ্যে কমিশনের তরফে সম্ভাব্য সূচি প্রকাশ করে জানানো হয়েছে যে আগামী ১৬ অগস্ট, ১৭ অগস্ট, ১৮ অগস্ট এবং ২০ অগস্ট WBCS মেন পরীক্ষা হবে। তবে অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে, তা নিয়ে আপাতত কমিশনের তরফে কিছু জানানো হয়নি। আর তারইমধ্যে WBCS প্রিলিমিনারি পরীক্ষার কাট-অফ মার্কসও প্রকাশ করা হয়েছে। জেনারেল এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) প্রার্থীদের কাট-অফ মার্কস ১০০-র উপরে আছে।
কীভাবে WBCS প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন?
১) পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in-তে যেতে হবে প্রার্থীদের।
২) হোমপেজের উপরেই 'Result/Recommendation'-তে ক্লিক করতে হবে। তারপর 'Result'-এ ক্লিক করতে হবে প্রার্থীদের।
৩) নয়া পেজ খুলে যাবে। সেখানে 'ROLL NUMBERS OF 4960 CANDIDATES WHO HAVE BEEN QUALIFIED PROVISIONALLY FOR THE FINAL WRITTEN EXAMINATION IN WEST BENGAL CIVIL SERVICES (EXE.) ETC. (PRELIMINARY) EXAMINATION, 2023. (ADVT. NO. 01/2023)' দেখতে পাবেন প্রার্থীরা। তারপর ওই লিঙ্কে ক্লিক করতে হবে।
৪) একটি পিডিএফ খুলে যাবে। তাতেই WBCS প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন প্রার্থীরা। যে ৪,৯৬০ জন প্রার্থী WBCS-র মেন পরীক্ষায় সুযোগ পেয়েছেন, তাঁদের রোল নম্বর দেওয়া আছে।
WBCS প্রিলিমিনারি পরীক্ষার কাট-অফ মার্কস কত?
১) জেনারেল প্রার্থী: ১০১.২৫।
২) ওবিসি-এ প্রার্থী: ১০১.২৫।
৩) ওবিসি-বি প্রার্থী: ১০১.২৫।
৪) তফসিলি জাতি প্রার্থী: ৯৪.৫।
৫) তফসিলি জনজাতি প্রার্থী: ৭৬.২৫।
৬) বিশেষভাবে সক্ষম-এ প্রার্থী: ৮০.২৫।
৭) বিশেষভাবে সক্ষম-বি প্রার্থী: ৫৭।
৮) বিশেষভাবে সক্ষম-সি প্রার্থী: ৬৮।
৯) বিশেষভাবে সক্ষম-ডি প্রার্থী: ৩.৭৫।
১০) মেধাবী ক্রীড়া ব্যক্তি: ৭৭.৭৫।