বছর শেষ হতে চলল। কিন্তু এখনও পর্যন্ত ২০২৪ সালের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার (WBCS) বিজ্ঞপ্তি প্রকাশ করা হল না। আর তা নিয়ে আক্ষেপ ঝরে পড়ল অনেকের গলায়। গতবার সেখানে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার (WBCS) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি। যদিও ২০২৪ সালে আদৌও পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কিনা, সে বিষয়ে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে আপাতত নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। একটি মহলের দাবি, শীঘ্রই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in-তে সিভিল সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। সেই 'শীঘ্রই' কবে আসবে, তা অবশ্য স্পষ্ট নয়।
‘একমাত্র WBCS-র পরীক্ষা এতদিন প্রতি বছর হত’
সেই বিষয়টি নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক সন্দীপন মিত্র বলেন, ‘২০২৪ সালে WBCS-র কোনও ফর্ম ছাড়ল না WBPSC (পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন)। ২০২২ এবং ২০২৩ সালের নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ করতে পারেনি WBPSC। একমাত্র WBCS-র পরীক্ষা এতদিন প্রতি বছর হত।’
হতাশ বাংলা পক্ষের নেতাও
একইসুরে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বলেন, ‘২০২৪ সালে এখনও পর্যন্ত WBCS-এর কোনও ফর্ম ছাড়েনি WBPSC। ২০২২ এবং ২০২৩ সালের নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ করতে পারেনি WBPSC। WBCS-টা এতদিন প্রতি বছর হত।’
WBCS পরীক্ষার প্যাটার্ন
১) তিনটি পর্যায়ে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষা (WBCS) হয় - প্রিলিমিনারি, মেনস এবং ইন্টারভিউ।
২) প্রিলিমিনারি পরীক্ষায় মোট আটটি বিষয় আছে - ইংরেজি, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতের ইতিহাস, ভারতের ভূগোল, ভারতের রাজনীতি ও অর্থনীতি, ভারতের জাতীয় আন্দোলন এবং জেনারেল মেন্টাল এবিলিটি। প্রতিটিতে থাকে ২৫ নম্বর।
আরও পড়ুন: Job News: বছর শেষের আগেই পূর্ব রেলে ফের নিয়োগ! কত শূন্যপদ? কীভাবে কারা আবেদন করবেন
৩) মেনস পরীক্ষায় আটটি পেপার থাকে। ছ'টি হল কম্পালসরি পেপার - প্রথম ভাষা, ইংরেজি, জেনারেল স্টাডিজ ১, জেনারেল স্টাডিজ ২, ভারতের সংবিধান ও ভারতের অর্থনীতি এবং অ্যারিথমেটিক ও রিজনিং। প্রতিটি পেপারে ২০০ নম্বর থাকে।
৪) আর মেনসে অপশনাল সাবজেক্টে (যেটা প্রার্থী বেছে নেয়) দুটি পেপারে থাকে মোট ৪০০ নম্বর। অর্থাৎ মেনস পরীক্ষায় মোট ১,৬০০ নম্বর থাকে। যে প্রার্থীরা শুধুমাত্র গ্রুপ 'এ' এবং গ্রুপ 'বি' পদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, তাঁদের সেই অপশনাল সাবজেক্ট বেছে নিতে হয়।
আরও পড়ুন: UGC New Rule: ডিগ্রি মিলবে চটজলদি! আরও কম সময়ে কোর্স শেষের নিয়ম আনতে চলেছে UGC
৪) পার্সোনালিটি টেস্ট (ইন্টারভিউ): গ্রুপ 'এ' এবং গ্রুপ 'বি' পদে নিয়োগের জন্য ২০০ নম্বর থাকে। গ্রুপ 'সি' পদে নিয়োগের জন্য থাকে ১৫০ নম্বর। গ্রুপ 'ডি' পদে নিয়োগের জন্য ১০০ নম্বর থাকে।