প্রকাশিত হল এবারের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার ‘অ্যানসার কি’। যে পরীক্ষা গত ২২ অগস্ট হয়েছিল। একইসঙ্গে গত বছরের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের মেন পরীক্ষার পঞ্চম এবং ষষ্ঠ পেপারের ‘অ্যানসার কি’ প্রকাশিত হয়েছে।
কীভাবে এবারের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার ‘অ্যানসার কি’ পাবেন?
১) পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in-তে যান।
২) 'EXAMINATION' ট্যাবের আওতায় 'Answer Key'-তে যান।
৩) নয়া একটি পেজ খুলে যাবে।
৪) ‘FINAL ANSWER KEY OF WEST BENGAL CIVIL SERVICE (EXE.) ETC.(PRELI.) EXAMINATION,2021 [ADVERTISEMENT NO. 18/2020]’-র পাশে পিডিএফে ক্লিক করুন।
৫) এবারের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার ‘অ্যানসার কি’ খুলে যাবে।
৬) তা ডাউনলোড করে রেখে দিন।
কীভাবে গত বছরের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের মেন পরীক্ষার পঞ্চম পেপারের ‘অ্যানসার কি’ দেখবেন?
১) পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in-তে যান।
২) 'EXAMINATION' ট্যাবের আওতায় "Answer Key'-তে যান।
৩) নয়া একটি পেজ খুলে যাবে।
৪) 'ANSWER KEY OF WEST BENGAL CIVIL SERVICE (EXE.) ETC.(MAIN) EXAMINATION, 2020 PAPER V (CODE : ABC(C)-9/20) [ADVERTISEMENT NO. 22/2019]'-র পাশে পিডিএফে ক্লিক করুন।
৫) এবারের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার ‘অ্যানসার কি’ খুলে যাবে।
৬) তা ডাউনলোড করে রেখে দিন।
কীভাবে গত বছরের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের মেন পরীক্ষার ষষ্ঠ পেপারের ‘অ্যানসার কি’ দেখবেন?
১) পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in-তে যান।
২) 'EXAMINATION' ট্যাবের আওতায় "Answer Key'-তে যান।
৩) নয়া একটি পেজ খুলে যাবে।
৪) ‘ANSWER KEY OF WEST BENGAL CIVIL SERVICE (EXE.) ETC.(MAIN) EXAMINATION, 2020 PAPER VI (CODE : ABC(C)-10/20) [ADVERTISEMENT NO. 22/2019]’-র পাশে পিডিএফে ক্লিক করুন।
৫) এবারের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার ‘অ্যানসার কি’ খুলে যাবে।
৬) তা ডাউনলোড করে রেখে দিন।
বিশেষ দ্রষ্টব্য : গত বছরের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের মেন পরীক্ষার পঞ্চ পেপারের ‘অ্যানসার কি’ নিয়ে কোনও আপত্তি থাকলে আগামী ৪ অক্টোবর সকাল ১১ টা থেকে আগামী ৬ অক্টোবর মধ্যরাত পর্যন্ত কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in-তে জানানো যাবে।
বিশেষ দ্রষ্টব্য : গত বছরের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের মেন পরীক্ষার ষষ্ঠ পেপারের ‘অ্যানসার কি’ নিয়ে কোনও আপত্তি থাকলে আগামী ৭ অক্টোবর সকাল ১১ টা থেকে আগামী ৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in-তে জানানো যাবে।