আগামিকাল (রবিবার, ১৯ জুন) হতে চলেছে WBCS প্রিলিমিনারি পরীক্ষা। বেলা ১২ টা থেকে দুপুর দুটো ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে। সেই পরীক্ষা দেওয়ার জন্য প্রার্থীদের কী কী নথি নিয়ে যেতে হবে, তা দেখে নিন -
১) WBCS চাকরিপ্রার্থীদের দুটি একইরকম স্ট্যাম্প সাইজের ছবি নিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হবে।
২) মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার শংসাপত্র/পাসপোর্ট বা প্যান কার্ড বা আধার কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে হবে প্রার্থীদের।
৩) প্রার্থীদের বাধ্যতামূলকভাবে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। যা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাচ্ছে।
WBCS প্রিলিমিনারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা:
১) পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছাতে হবে। পরীক্ষাকেন্দ্রের ভিতরে ৩০ মিনিট আগে প্রবেশ করতে হবে। সকাল ১১ টা ৫০ মিনিটের পর পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
২) পরীক্ষার্থীদের কালো বল পয়েন্ট পেন দিয়ে উত্তর দিতে হবে।
৩) পরীক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। নাহলে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। সঙ্গে মেনে চলতে হবে যাবতীয় করোনাভাইরাস বিধি।
কীভাবে WBCS প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন (WBCS Preli Exam 2022 Admit Card)?
১) পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in-তে ক্লিক করুন।
২) 'Candidate's Corner'-র নীচে 'DOWNLOAD CALL LETTER (FOR INTERVIEW/ PERSONALITY TEST)'-তে ক্লিক করুন।
৩) 'ADMIT CARD FOR WEST BENGAL CIVIL SERVICE (EXECUTIVE) ETC. (PRELIMINARY) EXAMINATION, 2022'-তে 'CLICK HERE!'-তে ক্লিক করুন।
৪) 'Select Advertisement No.', 'Enter Your Enrollment No.', জন্মতারিখে দিন। তারপর 'লগইন'-এ ক্লিক করুন।
৫) বাঁ-দিকে 'Admit Card' লিঙ্ক আছে। তাতে ক্লিক করুন। 'Print'-এ ক্লিক করুন।