বাংলা নিউজ > কর্মখালি > WBCSC Jobs: ক্লার্ক, ম্যানেজার সহ একাধিক শূন্যপদে নিয়োগ; জানুন যোগ্যতা, আবেদনের বিশদ

WBCSC Jobs: ক্লার্ক, ম্যানেজার সহ একাধিক শূন্যপদে নিয়োগ; জানুন যোগ্যতা, আবেদনের বিশদ

ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই

আগামী ২১ জানুয়ারির মধ্যে এই শূন্যপদগুলির জন্য আবেদন জানাতে হবে।

পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশনে প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ২১ জানুয়ারির মধ্যে এই শূন্যপদগুলির জন্য আবেদন জানাতে হবে। মোট ৪৮ টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সরকারের তরফে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ক্লার্ক, গ্রেড-৩, গ্রেড-২, মার্কেটিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছাড়াও একাধিক পদে নিয়োগের আবেদন জানাতে পারবেন যোগ্য চাকরিপ্রার্থীরা।

প্রকিউরমেন্ট অফিসার (প্রযুক্তি) পদে ১টি, মার্কেটিং অফিসার পদে ২টি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) ৩টি, গ্রেড-২ অফিসার পদে ৩টি, গ্রেড-২ এ ম্যানেজার পদে ২টি, জুনিয়র মার্কেটিং অফিসার পদে ২টি, জুনিয়র প্রকিউরমেন্ট অফিসার পদে ১টি, স্কেল-১ অফিসার পদে ১টি শূন্যপদে নিয়োগ করা হবে।

তাছাড়া লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে ১১টি, অ্যাসিস্ট্যান্ট পদে ৬টি, ফিল্ড সুপারভাইজার পদে ২টি, অফিস অ্যাসিস্ট্যান্ট পদে ৩টি, মার্কেটিং প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে ২টি, ক্যাশ ক্লার্ক পদে ২টি, গ্রেড-৩ অফিসার পদে ৩টি, সুপারভাইজার পদে ৩টি শূন্য পদেও নিয়োগ করা হবে।

এই পদগুলিতে আবেদন জানাতে প্রার্থীর ন্যূনতম শিক্ষাকত যোগ্যতা হল স্নাতক। পাশাপাশি ৬ মাসের বেসিক কম্পিউটার প্রশিক্ষণও থাকতে হবে। স্কেল-১ অফিসার পদের জন্য বিটেক বা এমটেক থাকতে হবে সফটওয়্যার বা হার্ডওয়্যারে। এদিকে প্রকিউরমেন্ট অফিসার (প্রযুক্তি) পদে আবেদন জানাতে প্রার্থীর হ্যান্ডলুম ও টেক্সটাইলে ডিপ্লোমা থাকা আবশ্যক। তাছাড়া লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন জানাতে থাকতে হবে বিকম হনার্স। আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ১৮-৪০ বছরের মধ্যে হতে হবে। তবে, এসসি/এসটি-দের জন্য ৫ বছর ওবিসি-দের জন্য ৩ বছর ও পিডাব্লুডি-দের জন্য ১০ বছরের বয়স সীমায় ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলা জানা আবশ্যক হবে। বিশদে জানতে চাকিরপ্রার্থীরা http://www.webcsc.org –এ যেতে পারেন। মাল্টিপল চয়েস পরীক্ষার পর উত্তীর্ণ পরীক্ষআর্থঈদের কম্পিটারের দক্ষতা দেখা হবে। পরে ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ।

বন্ধ করুন