WBCSC jobs: সহকারী অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন অনলাইনে
1 মিনিটে পড়ুন . Updated: 02 Jan 2021, 09:07 PM IST- সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিল পশ্চিম বঙ্গ কলেজ সার্ভিস কমিশন (WBCSC)।
সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিল পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন (WBCSC)। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা:
কোনও ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট / প্রাসঙ্গিক / সংশ্লিষ্ট বিষয়ে ৫৫% নম্বর (অথবা গ্রেডিং সিস্টেমের সমমানের গ্রেড সহ মাস্টার্স ডিগ্রি)।
উপরের যোগ্যতাগুলি পূরণ করার পাশাপাশি, প্রার্থীকে অবশ্যই ইউজিসি বা সিএসআইআর দ্বারা পরিচালিত জাতীয় যোগ্যতা পরীক্ষা (নেট), অথবা অনুরূপ পরীক্ষা, যেমন স্লেট / সেট পাস হতে হবে। ইউজিসি-র (UGC) নয়া নিয়ম অনুযায়ী, পিএইচডি (PhD) ডিগ্রি থাকলে নেট/সেট পাস করার দরকার পড়বে না।
বয়স:
০১-০১-২০২১ হিসাবে চাকরি প্রার্থীদের নূন্যতম বয়স হতে হবে ২১ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর। সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় আছে। এসসি / এসটি-এর জন্য ৫ বছর এবং ওবিসি বিভাগের প্রার্থীদের জন্য ৩ বছর বয়সের ছাড়। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ১০ বছর বয়সের ছাড় আছে। স্যাক্ট চাকরি প্রার্থীদেট আবেদনের উচ্চ বয়সের সীমা ৪৭ বছর।
প্রার্থী বাছাই প্রক্রিয়া:
রিসার্চ পেপার, শিক্ষাগত যোগ্যতা, এবং ইন্টারভিউয়ের যোগ্যতা বিচার করে প্রার্থী বাছাই করা হবে।
বেতন স্কেল: একাডেমিক লেভেল ১০, এন্ট্রি পে ৫৭,৭০০ টাকা। এর সঙ্গে ডিএ (DA) এবং এইচআরএ (HRA) যুক্ত হবে।
সময় কাল:
আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট www.wbcsconline.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন ১৫ ফেব্রুয়ারি, ২০২১ এর মধ্যে। প্রার্থীদের কোনো হার্ডকপি পাঠানোর প্রয়োজন নেই।
আবেদন ফি: অসংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ২০০০ টাকা, সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য ১০০০ টাকা।