প্রকাশিত হল রাজ্য জয়েন্ট পরীক্ষার অ্যাডমিট কার্ড। প্রার্থীরা রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডর অফিসিয়াল ওয়েবসাইট wbjee.nic.in থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। যে পরীক্ষা আগামী ৩০ এপ্রিল হতে পারে।
কীভাবে রাজ্য জয়েন্ট পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন? (How to Download WBJEE 2022 Admit Card?)
১) রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডর অফিসিয়াল ওয়েবসাইট wbjee.nic.in-তে যান।
২) হোমপেজে 'WBJEE' লিঙ্কের উপর ক্লিক করুন।
৩) নয়া একটি পেজ খুলে যাবে। ‘Download Admit Card’ আছে। তাতে ক্লিক করুন।
৪) নয়া একটি পেজ খুলে যাবে। Application Number, Date of Birth, Security Pin দিয়ে সাইন ইন করুন।
৫) অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিন।
রাজ্য জয়েন্ট পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোডের ডিরেক্ট লিঙ্ক - ক্লিক করুন এখানে
কবে হবে রাজ্য জয়েন্ট পরীক্ষা? (WBJEE 2022 Exam)
প্রাথমিকভাবে ২৩ এপ্রিল রাজ্য জয়েন্ট পরীক্ষা হওয়ার কথা ছিল। গত বছর নভেম্বরে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডর তরফে জানানো হয়েছিল, রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি কলেজের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফার্মেসি ও আর্কিটেকচারের ভরতির জন্য ২৩ এপ্রিল (শনিবার) জয়েন্ট পরীক্ষা হতে চলেছে। ওএমআর শিটেই হবে পরীক্ষা। কিন্তু রাজ্যের দুটি কেন্দ্রে উপ-নির্বাচনের (আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র) জন্য উচ্চ মাধ্যমিক কিছুটা পরে শেষ হচ্ছে। যা প্রাথমিকভাবে ২০ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। তা ২৭ এপ্রিল পর্যন্ত চলবে। সেই পরিস্থিতিতে রাজ্যের জয়েন্ট পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়। মার্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আগামী ৩০ এপ্রিল (শনিবার) পরীক্ষা হবে।