রাজ্য জয়েন্ট পরীক্ষা (WBJEE 2022) দিয়েছেন? তাহলে আপনার হাতে বেশি সময় পড়ে নেই। ‘অ্যানসার কি’ নিয়ে আপনার যদি কোনও আপত্তি থাকে অর্থাৎ ‘অ্যানসার কি'-তে দেওয়া উত্তর ভুল মনে হয়, তাহলে তা জানানোর জন্য হাতে মাত্র কয়েক ঘণ্টা পড়ে আছে। আজ পর্যন্ত সেই কাজটা করা যাবে।
আরও পড়ুন: HS 2022 Results: কবে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে? জানিয়ে দিলেন সংসদ সভাপতি
১) রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডর অফিসিয়াল ওয়েবসাইট wbjee.nic.in-তে যান।
২) হোমপেজে 'WBJEE' লিঙ্কের উপর ক্লিক করুন।
৩) নয়া একটি পেজ খুলে যাবে।
৪) নয়া পেজের ডানদিকে '6 Mar View / Challenge Model Answer Keys' আছে। তাতে ক্লিক করুন। সেখানে পিডিএফ আছে। তাতে ‘অ্যানসার কি’ চ্যালেঞ্জ সংক্রান্ত যাবতীয় নিয়ম আছে।
৫) তারপর আবার ‘ব্যাক’ করুন।
৬) View/Challeng Model Answer Key (Till 8th May 11:59 HRS) লিঙ্কে ক্লিক করুন।
৭) নয়া একটি পেজ খুলে যাবে।
৮) তাতে অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ, সিকিউরিটি পিন দিয়ে 'Sign In' করতে হবে। তারপর ‘অ্যানসার কি' দেখতে পারবেন এবং চ্যালেঞ্জ করতে পারবেন।
রাজ্য জয়েন্ট পরীক্ষার ‘অ্যানসার কি' দেখা ও চ্যালেঞ্জ করার ডিরেক্ট লিঙ্ক (WBJEE 2022 Answer Key Challenge) - ক্লিক করুন এখানে।
কতদিন ‘অ্যানসার কি’ চ্যালেঞ্জ করা যাবে?
জয়েন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে, রবিবার (৮ মে) রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত ‘অ্যানসার কি’ চ্যালেঞ্জ করা যাবে। যতগুলি প্রশ্ন চ্যালেঞ্জ করবেন, প্রতিটির জন্য ৫০০ টাকা দিতে হবে। যা ফেরত দেওয়া হবে না। ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড/নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা দেওয়া যাবে।
কোনও পরীক্ষার্থীর টাকা যদি জমা না পড়ে, তাহলে সেই আবেদন বিবেচিত হবে। সেইসঙ্গে বোর্ডের তরফে জানানো হয়েছে, ‘অ্যানসার কি’ সংক্রান্ত যাবতীয় চ্যালেঞ্জ খতিয়ে দেখবে বোর্ড। তারপর যে সিদ্ধান্ত নেওয়া হবে, সেটাই চূড়ান্ত হবে।