বাংলা নিউজ > কর্মখালি > WBJEE 2022 Seat Allotment First List: কিছুক্ষণ পরেই রাজ্য জয়েন্টের প্রথম কাউন্সেলিংয়ের তালিকা প্রকাশ, কীভাবে দেখবেন?

WBJEE 2022 Seat Allotment First List: কিছুক্ষণ পরেই রাজ্য জয়েন্টের প্রথম কাউন্সেলিংয়ের তালিকা প্রকাশ, কীভাবে দেখবেন?

WBJEE 2022 Seat Allotment First List: আজ প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্টের কাউন্সেলিংয়ের প্রথম তালিকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

WBJEE 2022 Seat Allotment First List: প্রার্থীরা রাজ্য জয়েন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in থেকে সেই তালিকা দেখতে পারবেন। তাঁরা আজ (৭ সেপ্টেম্বর) থেকে আগামী ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ছ'টা পর্যন্ত 'সিট অ্যাকসেপমেন্ট ফি' জমা দিতে পারবেন।

আজ প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্টের কাউন্সেলিংয়ের প্রথম তালিকা। অর্থাৎ প্রার্থীরা কোথায় আসন পেয়েছেন, সেই তালিকা প্রকাশিত হবে। প্রার্থীরা রাজ্য জয়েন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in থেকে সেই তালিকা দেখতে পারবেন।

রাজ্য জয়েন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে, কাউন্সেলিংয়ের প্রথম তালিকায় যে প্রার্থীরা আছেন, তাঁরা আজ (৭ সেপ্টেম্বর) থেকে আগামী ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ছ'টা পর্যন্ত 'সিট অ্যাকসেপমেন্ট ফি' জমা দিতে পারবেন। সেইসঙ্গে ওই সময়ের মধ্যে যে প্রতিষ্ঠানের জন্য় নির্বাচিত হয়েছেন, সেখানে গিয়ে প্রার্থীদের নথি যাচাই করতে হবে। ভরতি প্রক্রিয়াও সম্পূর্ণ করতে হবে প্রার্থীদের। কোন প্রতিষ্ঠানে কতক্ষণ করা সেই নথি যাচাই এবং ভরতি প্রক্রিয়া চলবে, তা প্রার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে রাজ্য জয়েন্ট বোর্ড।

আরও পড়ুন: WBJEE Counseling Important Dates: শুরু রেজিস্ট্রেশন, জয়েন্টের কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা বোর্ডের, জেনে নিন বিশদ

চলতি বছর ১৭ জুন রাজ্য জয়েন্টের ফলাফল প্রকাশিত হয়েছিল। তবে অনেকটা পরে শুরু হয়েছিল কাউন্সেলিং। কারণ হিসেবে সেইসময় জয়েন্ট বোর্ডের তরফে জানানো হয়েছিল, উচ্চশিক্ষা দফতরের অধীনে থাকা সিট ম্যাট্রিক্স তৈরি করে ডাইরেক্টরেট অফ টেকনিকাল এডুকেশন। কোনও কলেজ যদি নতুন কোনও বিষয় অন্তর্ভুক্ত করতে চায়, তাহলে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিকাল এডুকেশনের (এআইসিটিই) কাছে আবেদন করতে হয়। সেই অনুমোদন পাওয়ার শেষদিন হচ্ছে ৩০ জুলাই। তারপর সেই সংক্রান্ত তথ্য পাবে সংশ্লিষ্ট কলেজ। যা উচ্চশিক্ষা দফতরের অধীনে থাকা ডাইরেক্টরেট অফ টেকনিকাল এডুকেশনের কাছে জমা পড়বে। সেজন্য আরও ১৫ দিন লাগতে পারে বলে ধরা হচ্ছে বলে জানিয়েছিল রাজ্য জয়েন্ট বোর্ড।

আরও পড়ুন: Janhvi Shaw of South Point School: জয়েন্টে চতুর্থ, CBSE-তে ৯৯% নম্বর- জাহ্নবীর ছটায় সর্বত্র উজ্জ্বল সাউথ পয়েন্ট

গুরুত্বপূর্ণ তারিখ

১) রাজ্য জয়েন্টের কাউন্সেলিংয়ের দ্বিতীয় তালিকা: আগামী ১৫ সেপ্টেম্বর।

২) 'সিট অ্যাকসেপমেন্ট ফি' জমা এবং ভরতি প্রক্রিয়া: ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

কর্মখালি খবর

Latest News

মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারাব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.