বাংলা নিউজ > কর্মখালি > WBJEE 2023 Dates: কবে হবে ২০২৩ সালের রাজ্য জয়েন্টের পরীক্ষা? ঘোষণা করল বোর্ড

WBJEE 2023 Dates: কবে হবে ২০২৩ সালের রাজ্য জয়েন্টের পরীক্ষা? ঘোষণা করল বোর্ড

আগামী ৩০ এপ্রিল (রবিবার) হতে চলেছে রাজ্য জয়েন্টের পরীক্ষা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সঞ্চিত খান্না/হিন্দুস্তান টাইমস)

WBJEE 2023 Dates: পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার কোর্সে ভরতির জন্য রাজ্য জয়েন্টের পরীক্ষা হবে।

আগামী ৩০ এপ্রিল (রবিবার) হতে চলেছে রাজ্য জয়েন্টের পরীক্ষা (WBJEE 2023)। বৃহস্পতিবার রাজ্য জয়েন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে, 'আগামী বছরের ৩০ এপ্রিল পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার কোর্সে ভরতির জন্য জয়েন্ট পরীক্ষা হবে।'

তবে কবে থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে, সে বিষয়ে রাজ্য জয়েন্ট বোর্ডের তরফে আপাতত কিছু জানানো হয়নি। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাজ্য জয়েন্ট বোর্ডের (West Bengal Joint Entrance Examinations Board) বিবৃতিতে বলা হয়েছে, ‘পরীক্ষার্থীদের নিয়মিত www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইটে নজর রাখতে বলা হচ্ছে।’

আরও পড়ুন: Professor of Practice: পেশাদাররাই পড়াবেন কলেজে, নিয়োগের নির্দেশ UGC-র

কীভাবে WBJEE 2023-র জন্য রেজিস্টার করতে পারবেন (রেজিস্ট্রেশন প্রক্রিয়া যখন শুরু হবে)?

১) রাজ্য জয়েন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in-তে যেতে হবে।

২) হোমপেজে 'WBJEE 2023'-তে ক্লিক করতে হবে।

৩) নিজের নাম রেজিস্টার করতে হবে। তারপর আবেদনপত্র পূরণ করতে হবে প্রার্থীদের।

৪) আবেদন ফি মিটিয়ে দিতে হবে। তারপর 'Submit'-এ ক্লিক করতে হবে প্রার্থীদের।

৫) তারপর নিজেদের আবেদনপত্র ডাউনলোড করে রেখে দিতে হবে প্রার্থীদের।

আরও পড়ুন: JEE Main 2023 Fake Notice: রেজিস্ট্রেশন শুরুর ভুয়ো নোটিশ ঘুরছে সোশ্যাল মিডিয়ায়! বন্ধুদের সতর্ক করুন

উল্লেখ্য, গতবার (WBJEE 2022) ৩০ এপ্রিল জয়েন্ট পরীক্ষা হয়েছিল। তারপর ১৭ জুন রেজাল্ট প্রকাশিত হয়েছিল। পাশের হার ছিল ৯৮.৫ শতাংশ। প্রথম দশে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) পড়ুয়াদের দাপট দেখা গিয়েছিল। প্রথম দশে মাত্র দু'জন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ছিলেন। সার্বিকভাবে অবশ্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পড়ুয়ারা ভালো ফল করেছিলেন।

বন্ধ করুন