একটা রাতের অপেক্ষা মাত্র। সেই রাতটা পেরোলেই বৃহস্পতিবার প্রকাশিত হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট। তবে সকাল-সকাল রেজাল্ট প্রকাশিত হবে না। উচ্চমাধ্যমিকে যেমন দুপুর-বিকেল করে ফলাফল প্রকাশিত হয়েছিল, জয়েন্টের ক্ষেত্রেও সেরকম হবে। বরং আরও কিছুটা অপেক্ষা করতে হবে প্রার্থীদের। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জানানো হয়েছে যে দুপুর ২ টো ৩০ মিনিটে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। তারপর বিকেল ৪ টে থেকে অনলাইনে নিজেদের 'র্যাঙ্ক কার্ড' ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা। তাঁরা রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in বা www.wbjeeb.in থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। যে পরীক্ষা রাজ্যের বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বা আর্কিটেকচার বা ফার্মেসি ডিগ্রি কোর্সে ভরতির জন্য নেওয়া হয়েছে।
অনলাইনে কীভাবে রাজ্য এন্ট্রান্স জয়েন্ট পরীক্ষার ফলাফল দেখতে হবে?
১) প্রার্থীদের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in বা www.wbjeeb.in-তে যেতে হবে।
২) সেই ওয়েবসাইটে যাওয়ার পরে রাজ্য জয়েন্ট পরীক্ষার রেজাল্ট দেখার লিঙ্ক থাকবে। ‘WBJEE 2024 Result’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) ওই লিঙ্কে ক্লিক করলে নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে নিজের প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করতে হবে। তারপর প্রার্থীরা স্ক্রিনে রেজাল্ট দেখতে পারবেন। ডাউনলোড করতে পারবেন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার 'র্যাঙ্ক কার্ড'।
কতদিনের মধ্যে রাজ্য জয়েন্ট পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে?
এবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল ২৮ এপ্রিল। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১.৪২ লাখ। সেই পরীক্ষা হওয়ার ৩৯ দিনের মাথায় ফলপ্রকাশ করা হচ্ছে। যদিও গতবার ২৭ দিনের মাথায় রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ করা হয়েছিল। অর্থাৎ এবার কিছুটা দেরিতে ফলপ্রকাশ করা হচ্ছে।
আরও পড়ুন: প্রজ্বল চৌরাশিয়া UPSC CSE 2023-এ AIR 694 অর্জন করেছেন: দৃঢ় প্রতিজ্ঞা ও কৌশলগত প্রস্তুতির জয়
বিষয়টি নিয়ে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের রেজিস্ট্রার দিব্যেন্দু কর জানিয়েছেন যে আরও আগেও জয়েন্টের রেজাল্ট প্রকাশ করতে পারব বোর্ড। কিন্তু এতদিন ভোট চলছিল। অন্যান্য সর্বভারতীয় পরীক্ষার ফলপ্রকাশের বিষয় ছিল। সবমিলিয়ে কিছুটা দেরিতে জয়েন্টের ফলপ্রকাশ করা হচ্ছে।
আরও পড়ুন: UPSC Topper Inspiring Story: মায়ের জন্য টপার হতে চেয়েছিলেন, আজ UPSC সেকেন্ড হয়েও জননী পাশে নেই