জয়েন্ট পরীক্ষার আসন বণ্টনের দ্বিতীয় রাউন্ডের ফলাফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। যে সমস্ত পরীক্ষার্থী এই দ্বিতীয় রাউন্ডের আসন বণ্টনের জন্য আবেদন করেছিলেন, তাঁরা বোর্ডের ওয়েবসাইট থেকে নিজেদের ফলাফল জানতে পারেন আজ। এর জন্যে wbjeeb.nic.in ওয়েবসাইটে যেতে হবে বা এখানে ক্লিক করতে হবে। ৩ অগস্টের মধ্যে প্রার্থীদের আসন গ্রহণের ফি প্রদান করতে হবে এবং নথি যাচাইয়ের জন্য বরাদ্দকৃত কলেজে রিপোর্ট করতে হবে। জানা গিয়েছে, আসন গ্রহণের ফি হল ৫ হাজার টাকা। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সেই টাকা মেটানো যাবে। আবেদনকারীদের আরও আপডেট এবং তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে। (আরও পড়ুন: নতুন চেয়ারপার্সন পাচ্ছে UPSC, 'কাঁটায় ভরা চেয়ারে' বসছেন IAS অফিসার প্রীতি সুদান)
আরও পড়ুন: SUV চালককে 'মস্তিখোর' আখ্যা, কেন মরতে হল ৩ IAS চাকরিপ্রার্থীকে? তর্ক আদালতে
আরও পড়ুন: 'জলে গেল' ১৫ অগস্টের ছুটি, কর্মীদের উদ্দেশে কড়া নির্দেশ সরকারের
কীভাবে WBJEE কাউন্সেলিং রাউন্ড ২-এর আসন বরাদ্দ ফলাফল দেখবেন:
ধাপ ১: wbjeeb.nic.in-এ অফিশিয়াল ওয়েবসাইটে যান।
ধাপ ২: হোমপেজে 'WBJEE কাউন্সেলিং ২০২৪ রাউন্ড ২ আসন বরাদ্দ লিঙ্কটিতে ক্লিক করুন।
ধাপ ৩: আপনার লগইন শংসাপত্রের জন্য আপনাকে একটি নতুন পেজে পুনঃনির্দেশিত করা হবে।
ধাপ ৪: আপনার লগ ইন আইডি, পাসওয়ার্ড লিখে সাবমিট করুন।
ধাপ ৫: WBJEE 2024 রাউন্ড ২ আসন বরাদ্দের ফলাফল স্ক্রিনে প্রদর্শিত হবে।
ধাপ ৬: ফলাফলটি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্টআউট নিন।
এদিকে যদি দেখেন যে আপনার সিট অ্যালটমেন্ট প্রথম চয়েসে আপগ্রেড করা হয়েছে, তাহলে কী করতে হবে? জানা গিয়েছে, এই ক্ষেত্রে ফের নতুন করে অ্যাক্সেপ্টেন্স ফি দিতে হবে না সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে। এর বদলে নতুন অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে। এরপর নতুন অ্যালট হওয়া প্রতিষ্ঠানে রিপোর্ট করুন। সেখানে ভরতির যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই সব প্রক্রিয়া না করলে বর্তমানে অ্যালট করা সিট বাতিল হয়ে যাবে। শুধু তাই নয়, ভবিষ্যতে আর কোনও সিট অ্যালটমেন্টের জন্যেও আপনি বিবেচিত হবেন না।
এদিকে যদি সিট অ্যালটমেন্ট যদি আপগ্রেড না করা হয়, তাহলে কী করবেন? আগের অ্যালট হওয়া প্রতিষ্ঠানেই আপনি ভরতি হয়ে যেতে পারেন। এর জন্যে প্রথমে যে প্রতিষ্ঠানে আপনার সিট অ্যালট করা হয়েছিল, সেখানে ভরতি প্রক্রিয়া সম্পন্ন করে ফেলুন। অবশ্য যদি আপনি ভরতি নিয়ে নেন, তাহলে মপ-আপ রাউন্ডে আপনি অংশ নিতে পারবেন না। এদিকে যদি প্রথম রাউন্ডে অ্যালটমেন্ট বাতিল হলেও দ্বিতীয় রাউন্ডে অ্যালট করা হয়, তাহলে নতুন অ্যালট হওয়া প্রতিষ্ঠানে রিপোর্ট করে সেখানে ভরতির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।