বাংলা নিউজ > কর্মখালি > WBPSC Clerk Part II 2019 Exam Dates: কবে হতে পারে পরীক্ষা, জেনে নিন দিনক্ষণ

WBPSC Clerk Part II 2019 Exam Dates: কবে হতে পারে পরীক্ষা, জেনে নিন দিনক্ষণ

WBPSC Clerk Part II: কবে হতে পারে পরীক্ষা, জেনে নিন দিনক্ষণ (ছবিটি প্রতীকী, সৌজন্য ফেসবুক)

জেনে নিন বিস্তারিত।

করোনাভাইরাস পরিস্থিতিতে চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি। তবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (West Bengal Public Service Commission বা WBPSC) ক্লার্কশিপ পার্ট টু পরীক্ষার (২০১৯ সাল) সম্ভাব্য দিনক্ষণ জানানো হয়েছে।

সম্প্রতি কমিশনের তরফে আগামী কয়েকটি পরীক্ষার সম্ভাব্য নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। সেই অনুযায়ী আগামী ২৭ সেপ্টেম্বর (রবিবার) হবে ২০১৯ সালের ক্লার্কশিপ পার্ট টু পরীক্ষা। তবে চূড়ান্ত তারিখ, অ্যাডমিট কার্ড ডাউনলোডের সূচি পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইটে দেওয়া হবে।

চলতি বছর ২৫ জানুয়ারি ক্লার্কশিপ পার্ট ওয়ান পরীক্ষা হয়েছিল। ফেব্রুয়ারিতে 'অ্যানসার কি' (Answer Keys) প্রকাশ করেছিল কমিশন। ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত তা নিয়ে কোনও আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়েছিল। তারপর শুক্রবার প্রকাশিত হয়েছে ফলাফল। যে প্রার্থীরা ক্লার্কশিপ পার্ট টু পরীক্ষার (Clerkship Examination, 2019 Part-II) জন্য নির্বাচিত হয়েছেন, তাঁদের তালিকা প্রকাশ করা হয়েছে।  

কীভাবে ক্লার্কশিপ পার্ট ওয়ান পরীক্ষার (WBPSC Clerk 1 Result 2019) ফল দেখবেন :

১) West Bengal Public Service Commission-এর অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করুন (wbpsc.gov.in)। pscwbapplication.in ওয়েবসাইটেও ফল দেখতে পাবেন।

২) সেখাবে WBPSC Clerk 1 Result 2019 পরীক্ষার লিঙ্কে ক্লিক খুলে যাবে।

৩) একটি পিডিএফ খুলে যাবে। 

৪) কোন কোনও প্রার্থী ক্লার্কশিপ পার্ট টু পরীক্ষায় বসার সুযোগ পাবেন, তা রোল নম্বর অনুযায়ী দেওয়া আছে।

৫) নিজের রেজাল্ট ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রেখে দিন।

সরাসরি রেজাল্ট জানতে এই লিঙ্কে ক্লিক করুন

বন্ধ করুন