পিএসসি মিসনেলিয়াসের প্রিলিমিনারি পরীক্ষার ‘অ্যানসার কি’ প্রকাশিত হল। গত ১৫ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) মিসনেলিয়াসের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল। প্রায় তিন মাস পরে ‘অ্যানসার কি’ বা উত্তরপত্র প্রকাশ করল কমিশন। কোন এমসিকিউ প্রশ্নের উত্তর কী হবে, সেটা জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সেই অ্যানসার কি দেখে একটা আভাস মিলতে পারে যে পিএসসি মিসনেলিয়াসের প্রিলিমিনারি পরীক্ষায় কত নম্বর পাবেন। যা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
কীভাবে PSC মিসনেলিয়াসের প্রিলির ‘অ্যানসার কি’ দেখতে পাবেন?
১) পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in-তে যেতে হবে।
২) হোমপেজের উপরের দিকে 'Examination' আছে। সেটার ড্রপ-ডাউন বক্সে 'Answer Key' আছে। তাতে ক্লিক করতে হবে।
৩) নয়া একটি পেজ খুলে যাবে। শুরুতেই ‘ANSWER KEYS TO THE MCQ PAPER OF THE MISCELLANEOUS SERVICES RECRUITMENT EXAM, 2023 (PRELIM) ADVT NO. 11/2023’ দেখতে পাবেন। সেটার ঠিক পাশেই পিডিএফের একটা চিহ্ন আছে।
৪) তাতে ক্লিক করতে হবে। তাহলেই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মিসনেলিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্টের প্রিলিমিনারি পরীক্ষার ‘অ্যানসার কি’ বা উত্তরপত্র দেখতে পাবেন। সেখান থেকে প্রতিটি প্রশ্নের উত্তর মিলিয়ে নিতে পারবেন।
PSC মিসনেলিয়াসের প্রিলির ‘অ্যানসার কি’
আরও পড়ুন: UPSC Result 2024: সিভিল সার্ভিস পরীক্ষা ২০২৪ ফলাফল প্রকাশ করল ইউপিএসসি, বিস্তারিত জানুন
WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি ও শিক্ষাগত যোগ্যতা
১) যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।
২) বাংলা পড়তে, লিখতে এবং বলতে পারার ক্ষমতা (যে পরীক্ষার্থীদের মাতৃভাষা নেপালি, তাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রয়োজ্য হবে না)।
৩) পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার মধ্যে সেই যাবতীয় যোগ্যতা পূরণ করতে হবে।
WBCS পরীক্ষার বয়সসীমা
যে প্রার্থীরা আবেদন করবেন, তাঁদের ন্যূনতম বয়স ২১ হতে হবে। যাঁদের বয়স ৩৬-র মধ্যে, তাঁরা আবেদন করতে পারবেন। ২০২৩ সালের ১ জানুয়ারির ভিত্তিতে নির্ধারণ করা হবে। অর্থাৎ ১৯৮৭ সালের ২ জানুয়ারির আগে যাঁরা জন্মগ্রহণ করেছেন এবং যাঁরা ২০০২ সালের ১ জানুয়ারির পরে জন্মগ্রহণ করেছেন, তাঁরা WBCS পরীক্ষা দিতে পারবেন না।