২০২৪ সালের পশ্চিমবঙ্গ পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। যাঁরা এই পরীক্ষায় বসার জন্য আবেদন করেছেন, তাঁদের জন্য এই অ্যাডমিট কার্ড বা হল টিকিট বেশ গুরুত্বপূর্ণ। পিএসসির অফিশিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in. এ দেখা যাচ্ছে এই অ্যাডমিট কার্ড। সেখান থেকে কীভাবে ডাউনলোড করতে হবে এই অ্যাডমিট কার্ড দেখে নিন।
উল্লেখ্য, অ্যাডমিট কার্ড সঙ্গে থাকলে তবেই সম্ভব হয় পরীক্ষার হল-এ প্রবেশ। অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে এই লিঙ্ক থেকে। উপরোক্ত লিঙ্কে ক্লিক করলেই সংশ্লিষ্ট পেজটি প্রকাশিত হবে। এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেওয়ার কিছু গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। দেখা যাক, সেই ধাপগুলি।
কীভাবে ডাউনলোড করবেন পশ্চিমবঙ্গের পিএসসি পরীক্ষার (মিসলেনিয়াস) অ্যাডমিট কার্ড:-
১) প্রথমেই যেতে হবে psc.wb.gov.in. সাইটে। এইটি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল সাইট।
২) এরপর যেতে হবে হোম পেজএ।
৩) তারপর যেতে হবে, অ্যাডমিট কার্ড সেকশনে। সেখানে পাওয়া যাবে, WBPSC Miscellaneous Admit Card 2024।
৪) প্রয়োজনীয় লিঙ্কে ক্লিক করে নিন।
৫) এরপর আপনার লগইন শংসাপত্র লিখুন, যেমন আপনার নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ সেখানে লিখুন।
৬) সমস্ত তথ্য জানানোর পর ‘সাবমিট’ এ গিয়ে ক্লিক করুন।
৭) এরপর WBPSC Miscellaneous অ্যাডমিট কার্ড এরপর স্ক্রিনে আসবে।
৮) এরপর অ্যাডমিট কার্ডের সমস্ত তথ্য যাচাই করে নিন। পরীক্ষার তারিখ, স্থান, নির্দেশ দেখে নিন।
৯)এরপর ডাউনলোড করে তার প্রিন্টআউট রেখে দিন।
পরীক্ষার জন্য জরুরি তথ্য দেখে নিন:-
১) পরীক্ষার কেন্দ্রে একটি বৈধ ফটো আইডি (আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, ইত্যাদি) সহ প্রবেশপত্রের একটি মুদ্রিত কপি নিয়ে যাবেন।
২) কোনো অসঙ্গতি এড়াতে আপনার প্রবেশপত্রের বিশদটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করুন।
৩) পরীক্ষার্থীদের দ্রুততম সময়ে তাঁদের প্রবেশপত্র ডাউনলোড করার এবং একটি পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয়, তা নিশ্চিত করতে সমস্ত বিবরণ যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।