বাংলা নিউজ > কর্মখালি > West Bengal government Jobs: শুধু ইন্টারভিউ দিয়েই রাজ্যের স্বাস্থ্য দফতরে চাকরির সুযোগ

West Bengal government Jobs: শুধু ইন্টারভিউ দিয়েই রাজ্যের স্বাস্থ্য দফতরে চাকরির সুযোগ

আগামী ৪ সেপ্টেম্বর ইন্টারভিউ হবে (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)

দেখে নিন বিস্তারিত তথ্য। 

ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। রাজ্য আইডিডি মনিটরিং ল্যাবে তাঁদের নিয়োগ করা হবে।

আবেদনকারীর যোগ্যতা

১. পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।

২. পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে (ডিএমএলটি) দু'বছরের ডিপ্লোমা অথবা স্কুল অফ ট্রপিকাল মেডিসিন থেকে ডিপ্লোমা ল্যাবরেটরি টেকনিকসে কোর্স করতে হবে।

৩. মাইক্রোসফট অফিস এবং ইন্টারনেটে দক্ষতা থাকা বাঞ্ছনীয়।

৪. পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত কোনও প্রতিষ্ঠানে ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকা কাঙ্ক্ষিত।

বয়স

আগামী ৪ সেপ্টেম্বর, ২০২০ তারিখের ভিত্তিতে বয়সের উর্ধ্বসীমা ৪০।

বেতন

নিযুক্ত কর্মীরা মাসিক ১৭,২২০ টাকা বেতন পাবেন।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি

কোনও লিখিত পরীক্ষা নয়। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে।

আবেদনকারীর করণীয়

শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র, বৈধ পরিচয়পত্র নিয়ে ইন্টারভিউয়ে উপস্থিত থাকতে হবে। কোনও অভিজ্ঞতা থাকলে সেই সংক্রান্ত শংসাপত্র সঙ্গে রাখতে হবে। পাশাপাশি সব প্রয়োজনীয় নথির এক সেট ফোটোকপি নিয়ে যেতে হবে।

ইন্টারভিউয়ের দিনক্ষণ

আগামী ৪ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে শুরু হবে ইন্টারভিউ।

ইন্টারভিউয়ের স্থান 

আগ্রহী প্রার্থীদের কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের কার্যালয়ে রিপোর্ট করতে হবে। ঠিকানা হল - ৮৮ কলেজ স্ট্রিট, কলকাতা ৭০০০৭৩।

বন্ধ করুন